Ajker Patrika

ঊর্ধ্বমুখী ডলার: স্বপ্নের দেশে উচ্চশিক্ষার বাসনায় বাগড়া

আপডেট : ১৭ জুলাই ২০২২, ২০: ০৪
ঊর্ধ্বমুখী ডলার: স্বপ্নের দেশে উচ্চশিক্ষার বাসনায় বাগড়া

ডলারের বিপরীতে মুদ্রার দামে পতন অব্যাহত। আমদানিনির্ভর পণ্যের বাজারে আগুন। সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরাও। অনেকে স্বপ্নের দেশে যাওয়ার আশা ছেড়ে দিয়ে অপেক্ষাকৃত কম খরচের গন্তব্য খুঁজছেন।

চলতি সপ্তাহে ভারতীয় রুপির বিনিময় হার সর্বকালের সর্বনিম্ন স্তর ছুঁয়েছে। মার্কিন ডলারের বিপরীতে এখন রুপির বিনিময় হার ৮০।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, ভারত থেকে প্রতিবছর ১৩ দশমিক ২৪ লাখেরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। তাঁদের মধ্যে সর্বাধিক যান যুক্তরাষ্ট্রে (৪ দশমিক ৬৫ লাখ), এরপরেই জনপ্রিয়তম গন্তব্য কানাডা (১ দশমিক ৮৩ লাখ)। অন্যান্য গন্তব্যের মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত (১ দশমিক ৬৪ লাখ) এবং অস্ট্রেলিয়া (১ দশমিক ০৯ লাখ)।

বিদেশে পড়তে যেতে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের আশঙ্কা, আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন হাতছাড়া হতে পারে। কারণ, সেখানে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। অথবা তুলনামূলক কম খরচ হয় এমন দেশ বেছে নিতে হবে তাঁদের।

আর্থিক প্রতিষ্ঠানগুলো এই উদ্বেগ আমলে নিচ্ছে। এতে বেশি পরিমাণে শিক্ষাঋণের প্রয়োজনীয়তা বাড়বে। তবে বিদেশে অধ্যয়নের পরামর্শদাতারা মনে করছেন, এ নিয়ে শিক্ষার্থীদের অত চিন্তা করার কারণ নেই। বিশেষ করে যাঁরা পড়াশোনা শেষ করার পর যুক্তরাষ্ট্রেই কাজ করার পরিকল্পনা করছেন তাঁদের ভাবনা নেই।

যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন এমন একজন শিক্ষার্থী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ডলারের বিপরীতে রুপির দামে রেকর্ড পতন হয়েছে। এটি বিদেশে অধ্যয়ন প্রত্যাশীদের মধ্যে উদ্বেগকে ছড়িয়ে দিয়েছে। ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দুর্বলতা শিক্ষার্থীদের আর্থিক বোঝা বাড়াবে।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমার অন্য বন্ধুদের জন্য পছন্দ পরিবর্তনটা সহজ হতে পারে। কিন্তু আমার জন্য সেটা সম্ভব নয়। প্রতিটি দেশের আলাদা আইনি ব্যবস্থা আছে, আইনজীবী হিসেবে অনুশীলন করার জন্য বিভিন্ন জ্ঞানের প্রয়োজন। আমি তো তেমন প্রস্তুতি নিইনি।’

আর্থিক প্রতিষ্ঠান এইচডিএফসি ক্রেডিলার এমডি এবং সিইও অরিজিৎ সান্যাল মনে করেন, রুপির অবমূল্যায়ন বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের ব্যয় বৃদ্ধির কারণ হবে। শিক্ষাঋণ দাতার দৃষ্টিকোণ থেকে দেখলে, এর ফলে চাহিদার আকার বড় হবে। একজন ঋণগ্রহীতাকে টিউশন ফি এবং আনুষঙ্গিক খরচসহ বাড়তি ব্যয় সংকুলান করার জন্য আরও বেশি টাকার দরকার হবে। অবশ্য এই সময়ের মধ্যে ঋণ পরিশোধের পর্যায়ে গিয়ে ঋণগ্রহীতার জন্য কাজটা সহজ হবে যদি তিনি সেখানে ডলারে উপার্জন করেন।

বিদেশে পড়াশোনা করার সময় শিক্ষার্থীদের খরচের দুটি খাত থাকে—টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয়। এখন রুপির দরপতনের কারণে দুটি খরচই বাড়বে।

অনলাইন শিক্ষাঋণ প্ল্যাটফর্ম কুহু ফিনটেকের প্রতিষ্ঠাতা প্রশান্ত এ ভোঁসলের মতে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার পরিকল্পনা যাঁরা করছেন তাঁদের খরচ বাড়বে, কারণ তাঁদের টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় ডলারে পরিশোধ করতে হবে। অন্যদিকে, ইউরো এবং পাউন্ডের বিপরীতে রুপি শক্তিশালী হয়েছে, ফলস্বরূপ যুক্তরাজ্য এবং ইউরোপে ভারতীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার খরচ কমবে। 

আগের তথ্য-উপাত্ত তুলনা করলে বোঝা যায়, রুপির দরপতন শিক্ষার্থীদের খরচের বোঝা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দেয়। একজন ভারতীয় শিক্ষার্থী ২০১৭ সালে প্রতি ডলারে প্রায় ৬৫ রুপি বিনিময় হারে ফি দিতেন, এখন তাঁকে প্রতি ডলারে ৭৭-৮০ রুপি পরিশোধ করতে হবে।

শিক্ষাঋণ প্ল্যাটফর্ম Credenc. com-এর প্রতিষ্ঠাতা অবিনাশ কুমার বলেন, রুপির দরপতন হলে টিউশন ফি থেকে শুরু করে জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ টিকিট সবকিছুরই খরচ বাড়ে।

সাম্প্রতিক দরপতন অনুসারে, ডলারের বিপরীতে রুপির বিনিময় হার ৭৯ দশমিক ৯৯। ফলে একজন শিক্ষার্থীকে ৪০ হাজার ডলার প্রতি সেমিস্টার ফি হিসেবে গত জানুয়ারিতে যেখানে ২৯ দশমিক ৫৩ লাখ রুপি খরচ করতে হয়েছে, তাঁকেই এখন খরচ করতে হবে ৩১ দশমিক ৯২ লাখ রুপি। প্রতি সেমিস্টারে জীবনযাত্রার ব্যয় প্রায় ৯ হাজার ডলার (৭ লাখ ১৮ হাজার রুপি) এবং ভ্রমণ ব্যয় (৯০ হাজার থেকে ১ লাখ রুপি)-সহ এক সেমিস্টারেই খরচ করতে হবে ৪১ লাখ রুপিরও বেশি অর্থ।

বিদেশে অধ্যয়ন পরামর্শদাতারা মনে করছেন, বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারটি একটি সুচিন্তিত এবং দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু দ্রুত পরিবর্তন করার সম্ভাবনা কম।

ইউনিভার্সিটি লিভিং-এর প্রতিষ্ঠাতা এবং সিইও সৌরভ অরোরা বলছেন, শিক্ষার্থীরা এখনো বিদেশে যেতে চাইছেন। তবে তাঁরা ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইতালি এবং স্পেনের মতো নতুন গন্তব্য বেছে নিচ্ছেন যেখানে টিউশন ফি, জীবনযাত্রার মান এবং খরচ কিছুটা কম।

বিদেশে পড়াশোনায় সহায়তাকারী অন্যান্য সংস্থার কর্মকর্তারা মনে করছেন, মহামারির পরে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা করার আকাঙ্ক্ষা আগের চেয়ে আরও সাহসী হয়েছে। রুপির পতন এই উচ্চাভিলাষে জলা ঢালবে এমন সম্ভাবনা কম। তার মানে ভারত থেকে মেধা পাচারের পাশাপাশি বিপুল পরিমাণ অর্থও বিদেশে চলে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

জবি প্রতিনিধি 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫৪
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা। ‎

‎এ বিষয়ে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ ‎বলেন, ‘আমরা প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা জকসু নির্বাচনকে ঘিরে সম্মিলিতভাবে চার দফা মৌখিক দাবি জানিয়েছি। প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে সবগুলো পূরণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে।’ ‎

‎সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের ভিপি পদপ্রার্থী গৌরব ভৌমিক বলেন, ‘আমরা যে দাবি জানিয়েছি, তা অবশ্যই পূরণ করা লাগবে—এটা আমাদের অধিকার।’ ‎

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে নির্বাচন স্থগিত ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। নির্বাচন স্থগিতের ঘোষণার পরপরই ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। কয়েক ঘণ্টা ধরে উপাচার্য ভবন ঘেরাও করে আন্দোলন চালান তাঁরা। ‎

‎শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে আবারও সিন্ডিকেট সভা ডাকা হয়। সভা শেষে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। উদ্ভূত পরিস্থিতির কারণে ভোট গ্রহণ স্থগিত করা হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ‎

‎চার দফা দাবি হলো—জকসু ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত করতে হবে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সদস্য পদত্যাগ করতে পারবেন না। নির্বাচন শেষে যেসব সিন্ডিকেট সদস্য নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন, তাদের পদত্যাগ করতে হবে। নির্বাচন স্থগিতের পেছনে কোনো দলীয় বা রাজনৈতিক চাপ ছিল কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

জবি প্রতিনিধি‎
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে এই ভোট গ্রহণ সাত দিন পেছাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎‎আজ ‎মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎

‎তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আজ সকালে অনুষ্ঠিত হতে যাওয়া জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেন উপাচার্য ড. মো. রেজাউল করিম। এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উপাচার্য ভবন ঘেরাও করেন। বিক্ষোভকারীরা তফসিল অনুযায়ী আজই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

‎শিক্ষার্থীদের দাবির মুখে সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়।

সভা শেষে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। উদ্ভূত পরিস্থিতির কারণে ভোট গ্রহণ স্থগিত করা হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫০
খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করায় এ দিন অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বৃত্তির বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় শোক এবং বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তাই বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।’

পরীক্ষা স্থগিত ও নতুন তারিখ ঘোষণা দিয়ে শিক্ষা বোর্ডগুলো বিজ্ঞপ্তি জারি করছে বলেও জানান এই কর্মকর্তা।

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার বাংলা, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা হলে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে একসঙ্গে।

বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা হবে ৩ ঘণ্টা সময়ে।

এ পরীক্ষার ফলের ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ কোটায় ও ‘সাধারণ’ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

  জবি প্রতিনিধি
ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর উপাচার্যের ভবন ঘেরাও করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে এ উত্তাল পরিস্থিতির মাঝে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

‎আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার দৃশ্য চোখে পড়ে। এদিন সকাল থেকেই ভোট দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিলেন। তবে ভোটের অনিশ্চয়তায় ক্যাম্পাস ছাড়ছেন তাঁরা।

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান সোহাগ বলেন, জীবনের প্রথম ভোট দিতে ক্যাম্পাসে এসেছিলাম। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তের কারণে সেই সুযোগ আর হলো না। জানি না কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্যই বাসায় ফিরে যাচ্ছি।

‎সমাজকর্ম বিভাগের আরেক শিক্ষার্থী মায়িশা ফাহমিদা বলেন, নির্বাচনকে ঘিরে এক ধরনের ভিন্ন অনুভূতি কাজ করছিল। কিন্তু যা প্রশাসন করল, তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ভোট যেহেতু হবে না, তাই ক্যাম্পাসে থাকার আর কোনো মনমানসিকতা নেই এ কারণেই চলে যাচ্ছি। ‎

‎এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ সকাল সোয়া ৯টায় নির্বাচন স্থগিতের এ আনুষ্ঠানিক ঘোষণা আসে।

‎‎তবে এ ঘোষণার পর ভিসি ভবন ঘেরাও করে আন্দোলন শুরু করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি ভবন ঘেরাও করে নির্বাচন আদায়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত