রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে পরকীয়ার জের ধরে রতন সরকার (৪৫) নামের এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানা-পুলিশ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রতন সরকার দেউলা মানিকহার গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত শিবনাথের ছেলে সুশিল (৫০) ও তাঁর স্ত্রী মাধরী (৪২)। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই অসিত কুমার সরকার বাদী হয়ে রাণীনগর থানায় হত্যা মামলা করেন।
নিহত ব্যক্তির ছোট ভাই অসিত কুমার সরকার জানান, তাঁর বড় ভাই রতন সরকার মাছ চাষ করতেন। তাঁর দুটি পুকুর আছে। প্রতিদিনের মতো শনিবার রাতে পুকুর দেখতে যান এরপর আনুমানিক রাত ৩টায় পরিবারের লোকজন জানতে পান রতনের রক্তাক্ত দেহ সুশিল চন্দ্রের বাড়ির কাছে পরে আছে। তারপর তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তার সুশিলের মা জোসনা জানান, তাঁর ছেলের স্ত্রী মাধরী এবং নিহত রতন সরকারের সঙ্গে দীর্ঘ আট বছর যাবৎ পরকীয়া আছে। এ ঘটনা নিয়ে চার বছর পূর্বে দুইবার গ্রামবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বৈঠক হয়েছে। এরপর রতনকে সুশিলের বাড়িতে আসতে নিষেধ করা হয়েছিল। তারপরও সে সব বাধা উপেক্ষা করে প্রতিদিনের মতো শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে এসে জানালা দিয়ে ডাকলে তাঁর ছেলে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারপিট করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, পরকীয়ার জের ধরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুশিল চন্দ্র ও তাঁর স্ত্রী মাধরীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সকালে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁর রাণীনগরে পরকীয়ার জের ধরে রতন সরকার (৪৫) নামের এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানা-পুলিশ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রতন সরকার দেউলা মানিকহার গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত শিবনাথের ছেলে সুশিল (৫০) ও তাঁর স্ত্রী মাধরী (৪২)। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই অসিত কুমার সরকার বাদী হয়ে রাণীনগর থানায় হত্যা মামলা করেন।
নিহত ব্যক্তির ছোট ভাই অসিত কুমার সরকার জানান, তাঁর বড় ভাই রতন সরকার মাছ চাষ করতেন। তাঁর দুটি পুকুর আছে। প্রতিদিনের মতো শনিবার রাতে পুকুর দেখতে যান এরপর আনুমানিক রাত ৩টায় পরিবারের লোকজন জানতে পান রতনের রক্তাক্ত দেহ সুশিল চন্দ্রের বাড়ির কাছে পরে আছে। তারপর তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তার সুশিলের মা জোসনা জানান, তাঁর ছেলের স্ত্রী মাধরী এবং নিহত রতন সরকারের সঙ্গে দীর্ঘ আট বছর যাবৎ পরকীয়া আছে। এ ঘটনা নিয়ে চার বছর পূর্বে দুইবার গ্রামবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বৈঠক হয়েছে। এরপর রতনকে সুশিলের বাড়িতে আসতে নিষেধ করা হয়েছিল। তারপরও সে সব বাধা উপেক্ষা করে প্রতিদিনের মতো শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে এসে জানালা দিয়ে ডাকলে তাঁর ছেলে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারপিট করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, পরকীয়ার জের ধরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুশিল চন্দ্র ও তাঁর স্ত্রী মাধরীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সকালে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে