মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে দুই সতিনের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় দুজনই একে অন্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার বিকেলে পৌরশহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই থানায় জিডি করেন তারা।
জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের মাউলোড়া এলাকার আবদুল্লাহ আল মুজাহিদের দুই স্ত্রী আরবি সুলতানা রুবি (৩০) ও আমেনা আক্তারের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মুজাহিদ ১০ বছর আগে প্রথম বিয়ে করে আরবি সুলতানা রুবিকে। তাদের দুই সন্তান আছে। পাঁচ বছর আগে ঢাকার গিয়ে আমেনা আক্তার নামে এক নারীকে বিয়ে করে সংসার করতে থাকে মুজাহিদ। এর আগে মুজাহিদ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেন। এর আগে আমেনাও তাঁর প্রবাসী স্বামীকে তালাক দেন।
কিন্তু আমেনাকে কোনো কিছু না জানিয়ে গত জানুয়ারিতে মুজাহিদ নিজ এলাকায় আসেন এবং প্রথম স্ত্রীর সঙ্গেই সংসার করতে থাকেন। আর এদিকে আমেনা স্বামীর খোঁজ না পেয়ে ঢাকার মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মোহনগঞ্জে খুঁজতে গিয়ে বাড়ির সামনের রাস্তায় মুজাহিদকে স্ত্রীসহ পেয়ে যান। সেখানেই দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি-চুলোচুলি হয়। এতে দুজনই সামান্য আহত হয়েছেন। পরে তাঁরা একে অন্যে বিরুদ্ধে থানায় জিডি করেন।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার মোহনগঞ্জে দুই সতিনের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় দুজনই একে অন্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার বিকেলে পৌরশহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই থানায় জিডি করেন তারা।
জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের মাউলোড়া এলাকার আবদুল্লাহ আল মুজাহিদের দুই স্ত্রী আরবি সুলতানা রুবি (৩০) ও আমেনা আক্তারের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মুজাহিদ ১০ বছর আগে প্রথম বিয়ে করে আরবি সুলতানা রুবিকে। তাদের দুই সন্তান আছে। পাঁচ বছর আগে ঢাকার গিয়ে আমেনা আক্তার নামে এক নারীকে বিয়ে করে সংসার করতে থাকে মুজাহিদ। এর আগে মুজাহিদ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেন। এর আগে আমেনাও তাঁর প্রবাসী স্বামীকে তালাক দেন।
কিন্তু আমেনাকে কোনো কিছু না জানিয়ে গত জানুয়ারিতে মুজাহিদ নিজ এলাকায় আসেন এবং প্রথম স্ত্রীর সঙ্গেই সংসার করতে থাকেন। আর এদিকে আমেনা স্বামীর খোঁজ না পেয়ে ঢাকার মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মোহনগঞ্জে খুঁজতে গিয়ে বাড়ির সামনের রাস্তায় মুজাহিদকে স্ত্রীসহ পেয়ে যান। সেখানেই দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি-চুলোচুলি হয়। এতে দুজনই সামান্য আহত হয়েছেন। পরে তাঁরা একে অন্যে বিরুদ্ধে থানায় জিডি করেন।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে