নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে থাকেন ১৯ বছর বয়সী কিউবা। গত পরশু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তাঁর প্রতিনিধির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাফুফে। এতে স্বাক্ষর করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। প্রতিনিধির মাধ্যমেই কিউবা জানিয়েছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। সূত্রের মাধ্যমে জানা গেছে, বাফুফের কাছে কিউবার খেলতে চাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তাঁর এজেন্ট।
বাংলাদেশের হয়ে কিউবাকে খেলাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না বাফুফেকে। কারণ এখনো ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেতে হবে তাঁকে। একই সঙ্গে বাফুফেকে তাঁর পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে হবে। কিউবার বিষয়টি দেখভাল করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।
সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুয়ে সাতটি ম্যাচ খেলেছেন কিউবা। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন ১১টি ম্যাচ। মায়ের দিক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এই সেন্ট্রাল মিডফিল্ডার। তাঁর সঙ্গে বাবা অবশ্য জ্যামাইকার। তাই ইংল্যান্ড, জ্যামাইকা ও বাংলাদেশ—তিন দেশের হয়ে জাতীয় দলে খেলার বিকল্প রয়েছে তাঁর সামনে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে সেই ম্যাচেই অভিষেক হতে পারে কিউবার। জুনে সমিতকেও খেলানোর চেষ্টা করছে বাফুফে। তাঁর প্রক্রিয়াটা অবশ্য বেশ জটিল। তবে তাঁর জন্মনিবন্ধন হাতে পেয়েছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গতকাল বলেন, ‘আমরা গতকাল সমিতের জন্মনিবন্ধন সনদ পেয়েছি। তাঁকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করব পাসপোর্টের জন্য।’
কানাডায় বাংলাদেশের একটি হাইকমিশন (অটোয়া) ও একটি কনস্যুলেট জেনারেল (টরন্টো) আছে। দুটো কার্যালয়ই সমিতের জন্য বেশ দূরত্বের। কারণ তাঁর ক্লাব কাভালরি এফসি আলবের্তা রাজ্যে অবস্থিত। তাই পাসপোর্ট বানানোর জন্য আলাদা করে ছুটি নিতে হবে সমিতকে।
পাসপোর্টের পর কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্রের পাশাপাশি ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন দরকার হবে সমিতের। তবেই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।
জুনে হামজার পাশাপাশি মিডফিল্ডে সমিত ও কিউবাকে পেলে নিশ্চয়ই আরও শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ। ঘরের মাঠে তিনজনের একসঙ্গে অভিষেক হওয়াটাও বিরল দৃশ্য হয়ে থাকবে দেশের ফুটবল ইতিহাসে। তবে তা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।

হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে থাকেন ১৯ বছর বয়সী কিউবা। গত পরশু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তাঁর প্রতিনিধির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাফুফে। এতে স্বাক্ষর করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। প্রতিনিধির মাধ্যমেই কিউবা জানিয়েছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। সূত্রের মাধ্যমে জানা গেছে, বাফুফের কাছে কিউবার খেলতে চাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তাঁর এজেন্ট।
বাংলাদেশের হয়ে কিউবাকে খেলাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না বাফুফেকে। কারণ এখনো ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেতে হবে তাঁকে। একই সঙ্গে বাফুফেকে তাঁর পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে হবে। কিউবার বিষয়টি দেখভাল করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।
সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুয়ে সাতটি ম্যাচ খেলেছেন কিউবা। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন ১১টি ম্যাচ। মায়ের দিক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এই সেন্ট্রাল মিডফিল্ডার। তাঁর সঙ্গে বাবা অবশ্য জ্যামাইকার। তাই ইংল্যান্ড, জ্যামাইকা ও বাংলাদেশ—তিন দেশের হয়ে জাতীয় দলে খেলার বিকল্প রয়েছে তাঁর সামনে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে সেই ম্যাচেই অভিষেক হতে পারে কিউবার। জুনে সমিতকেও খেলানোর চেষ্টা করছে বাফুফে। তাঁর প্রক্রিয়াটা অবশ্য বেশ জটিল। তবে তাঁর জন্মনিবন্ধন হাতে পেয়েছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গতকাল বলেন, ‘আমরা গতকাল সমিতের জন্মনিবন্ধন সনদ পেয়েছি। তাঁকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করব পাসপোর্টের জন্য।’
কানাডায় বাংলাদেশের একটি হাইকমিশন (অটোয়া) ও একটি কনস্যুলেট জেনারেল (টরন্টো) আছে। দুটো কার্যালয়ই সমিতের জন্য বেশ দূরত্বের। কারণ তাঁর ক্লাব কাভালরি এফসি আলবের্তা রাজ্যে অবস্থিত। তাই পাসপোর্ট বানানোর জন্য আলাদা করে ছুটি নিতে হবে সমিতকে।
পাসপোর্টের পর কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্রের পাশাপাশি ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন দরকার হবে সমিতের। তবেই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।
জুনে হামজার পাশাপাশি মিডফিল্ডে সমিত ও কিউবাকে পেলে নিশ্চয়ই আরও শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ। ঘরের মাঠে তিনজনের একসঙ্গে অভিষেক হওয়াটাও বিরল দৃশ্য হয়ে থাকবে দেশের ফুটবল ইতিহাসে। তবে তা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে