ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি’ ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সদস্য আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির প্রধান আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান। বাকি সদস্যরা হলেন—হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও সহকারী প্রক্টর ড. সঞ্চিতা গুহ।
নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে একটি কোর্সে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াতেন। সেই বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফলিত গণিত বিভাগের ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সেটি যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে।’
এ ছাড়া, দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ তদন্ত করতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করেছে সিন্ডিকেট।
এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন বিভাগের দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ এলে সেটি তদন্ত করতে একটি কমিটি করা হয়। দ্রুততম সময়ের মধ্যে সেটির তদন্তের কাজ শেষ করতে উপাচার্য নির্দেশ দিয়েছেন।’
কমিটির বাকি সদস্যরা হলেন—সিন্ডিকেট সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি’ ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সদস্য আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির প্রধান আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান। বাকি সদস্যরা হলেন—হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও সহকারী প্রক্টর ড. সঞ্চিতা গুহ।
নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে একটি কোর্সে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াতেন। সেই বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফলিত গণিত বিভাগের ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সেটি যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে।’
এ ছাড়া, দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ তদন্ত করতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করেছে সিন্ডিকেট।
এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন বিভাগের দাউদ খাঁনের বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ এলে সেটি তদন্ত করতে একটি কমিটি করা হয়। দ্রুততম সময়ের মধ্যে সেটির তদন্তের কাজ শেষ করতে উপাচার্য নির্দেশ দিয়েছেন।’
কমিটির বাকি সদস্যরা হলেন—সিন্ডিকেট সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে