চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা দুই শিক্ষার্থী ক্যাম্পাসের কাছেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। স্বর্ণের আংটি, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে কয়েকজন ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মারধর ও ছিনতাইয়ের শিকার দুই পরীক্ষার্থী হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আরাফাত হোসেন ও রাউজান উপজেলার আকতার হোসেন। তাঁরা আজ ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।
লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইবনুল, রনি ও জাবেদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের জুয়েল। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে জানা গেছে। এই গ্রুপের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
অভিযোগে বলা হয়, ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় রেলস্টেশনে আট-নয় জন ছেলে তাঁদের ডেকে র্যাগ দেন। অসুস্থতার কথা বলে সেখান থেকে চলে যেতে চাইলে অভিযুক্তরা গালিগালাজ করে মারধর শুরু করেন।
এ সময় তাঁদের একজনের মাথা ফেটে যায়, অপরজনও আহত হন। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তাঁদের সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়। মানিব্যাগে ৩ হাজার ৯০০ টাকা ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের পরিচিত এক বড় ভাইকে ফোন করলে তিনি এসে তাঁদের হাসপাতালে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে দায়িত্বরত চিকিৎসক ডা. শুভাশীষ চৌধুরী বলেন, আহত দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। একজনের কপালে আঘাত রয়েছে। ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আরেকজন ঘাড়ে আঘাত পেয়েছেন।
এ দিকে অভিযুক্ত জুয়েল ও রনির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, সেই সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন না।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আমরা দুজন পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা দুই শিক্ষার্থী ক্যাম্পাসের কাছেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। স্বর্ণের আংটি, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে কয়েকজন ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মারধর ও ছিনতাইয়ের শিকার দুই পরীক্ষার্থী হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আরাফাত হোসেন ও রাউজান উপজেলার আকতার হোসেন। তাঁরা আজ ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।
লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইবনুল, রনি ও জাবেদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের জুয়েল। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে জানা গেছে। এই গ্রুপের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
অভিযোগে বলা হয়, ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় রেলস্টেশনে আট-নয় জন ছেলে তাঁদের ডেকে র্যাগ দেন। অসুস্থতার কথা বলে সেখান থেকে চলে যেতে চাইলে অভিযুক্তরা গালিগালাজ করে মারধর শুরু করেন।
এ সময় তাঁদের একজনের মাথা ফেটে যায়, অপরজনও আহত হন। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তাঁদের সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়। মানিব্যাগে ৩ হাজার ৯০০ টাকা ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের পরিচিত এক বড় ভাইকে ফোন করলে তিনি এসে তাঁদের হাসপাতালে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে দায়িত্বরত চিকিৎসক ডা. শুভাশীষ চৌধুরী বলেন, আহত দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। একজনের কপালে আঘাত রয়েছে। ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আরেকজন ঘাড়ে আঘাত পেয়েছেন।
এ দিকে অভিযুক্ত জুয়েল ও রনির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, সেই সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন না।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আমরা দুজন পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে