নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় সংশ্লিষ্ট দেশে রেমিট্যান্স আকারে পাঠালে ১৫ শতাংশ কর দিতে হবে। আর এই করহার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইভাবে কোনো বিদেশি টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচারের আয় থেকে ২০ শতাংশ কর কর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের আয়ের অর্থ তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর নির্দেশ মানতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যেখানে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো কর্তৃক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাদের গত ১৭ এপ্রিল চিঠির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং সেবা সম্পর্কে স্পষ্ট করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা দেওয়া হলো।
ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং বিষয়ে স্পষ্টীকরণে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা ‘ডিজিটাল মার্কেটিং’ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ করহার আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
আর কোনো টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলে সেটি ‘অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে করহার ২০ শতাংশ প্রযোজ্য হবে।
সেই সঙ্গে বলা হয়েছে, এর আগে এ-সংক্রান্ত বিষয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা সংবলিত কোনো পত্র জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা হয়ে থাকলে তা এই পত্র জারির পর থেকে অকার্যকর বলে গণ্য হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় সংশ্লিষ্ট দেশে রেমিট্যান্স আকারে পাঠালে ১৫ শতাংশ কর দিতে হবে। আর এই করহার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইভাবে কোনো বিদেশি টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচারের আয় থেকে ২০ শতাংশ কর কর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের আয়ের অর্থ তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর নির্দেশ মানতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যেখানে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো কর্তৃক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাদের গত ১৭ এপ্রিল চিঠির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং সেবা সম্পর্কে স্পষ্ট করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা দেওয়া হলো।
ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং বিষয়ে স্পষ্টীকরণে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা ‘ডিজিটাল মার্কেটিং’ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ করহার আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
আর কোনো টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলে সেটি ‘অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে করহার ২০ শতাংশ প্রযোজ্য হবে।
সেই সঙ্গে বলা হয়েছে, এর আগে এ-সংক্রান্ত বিষয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা সংবলিত কোনো পত্র জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা হয়ে থাকলে তা এই পত্র জারির পর থেকে অকার্যকর বলে গণ্য হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৯ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১ দিন আগে