নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় সংশ্লিষ্ট দেশে রেমিট্যান্স আকারে পাঠালে ১৫ শতাংশ কর দিতে হবে। আর এই করহার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইভাবে কোনো বিদেশি টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচারের আয় থেকে ২০ শতাংশ কর কর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের আয়ের অর্থ তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর নির্দেশ মানতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যেখানে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো কর্তৃক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাদের গত ১৭ এপ্রিল চিঠির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং সেবা সম্পর্কে স্পষ্ট করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা দেওয়া হলো।
ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং বিষয়ে স্পষ্টীকরণে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা ‘ডিজিটাল মার্কেটিং’ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ করহার আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
আর কোনো টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলে সেটি ‘অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে করহার ২০ শতাংশ প্রযোজ্য হবে।
সেই সঙ্গে বলা হয়েছে, এর আগে এ-সংক্রান্ত বিষয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা সংবলিত কোনো পত্র জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা হয়ে থাকলে তা এই পত্র জারির পর থেকে অকার্যকর বলে গণ্য হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় সংশ্লিষ্ট দেশে রেমিট্যান্স আকারে পাঠালে ১৫ শতাংশ কর দিতে হবে। আর এই করহার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইভাবে কোনো বিদেশি টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচারের আয় থেকে ২০ শতাংশ কর কর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের আয়ের অর্থ তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর নির্দেশ মানতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যেখানে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো কর্তৃক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাদের গত ১৭ এপ্রিল চিঠির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং সেবা সম্পর্কে স্পষ্ট করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা দেওয়া হলো।
ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং বিষয়ে স্পষ্টীকরণে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা ‘ডিজিটাল মার্কেটিং’ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ করহার আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
আর কোনো টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলে সেটি ‘অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে করহার ২০ শতাংশ প্রযোজ্য হবে।
সেই সঙ্গে বলা হয়েছে, এর আগে এ-সংক্রান্ত বিষয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা সংবলিত কোনো পত্র জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা হয়ে থাকলে তা এই পত্র জারির পর থেকে অকার্যকর বলে গণ্য হবে।

বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
২২ মিনিট আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
৩৮ মিনিট আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৩ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৪ ঘণ্টা আগে