
সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের (অবসরপ্রাপ্ত) সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সোনালী ব্যাংকে প্রায় হাজারের মতো মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ছিলেন। যা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নেই। জাতির এই সূর্য সন্তানেরা সোনালী ব্যাংককে এগিয়ে নিতে সব সময় পাশে থেকেছেন। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ আজ জাতির পিতার শোক দিবসের আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হলো।’
মো. আতাউর রহমান প্রধান আরও বলেন, ‘জাতির পিতা নিজেই এই সোনালী ব্যাংকের নামকরণ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে। যাতে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণহীন ও গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা যায়। সোনালী ব্যাংকে একটি আধুনিক ও গতিশীল ব্যাংক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতার কামনা করি। আজ ৩৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ। সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক সঞ্চিয়া বিনতে আলী এবং জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিমসহ ব্যাংকের জেনারেল ম্যানেজার, নির্বাহী ও সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা।

সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের (অবসরপ্রাপ্ত) সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সোনালী ব্যাংকে প্রায় হাজারের মতো মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ছিলেন। যা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নেই। জাতির এই সূর্য সন্তানেরা সোনালী ব্যাংককে এগিয়ে নিতে সব সময় পাশে থেকেছেন। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ আজ জাতির পিতার শোক দিবসের আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হলো।’
মো. আতাউর রহমান প্রধান আরও বলেন, ‘জাতির পিতা নিজেই এই সোনালী ব্যাংকের নামকরণ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে। যাতে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণহীন ও গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা যায়। সোনালী ব্যাংকে একটি আধুনিক ও গতিশীল ব্যাংক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতার কামনা করি। আজ ৩৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ। সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক সঞ্চিয়া বিনতে আলী এবং জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিমসহ ব্যাংকের জেনারেল ম্যানেজার, নির্বাহী ও সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১ দিন আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১ দিন আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১ দিন আগে