Ajker Patrika

সোনালী ব্যাংকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

সোনালী ব্যাংকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের (অবসরপ্রাপ্ত) সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ শনিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সোনালী ব্যাংকে প্রায় হাজারের মতো মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ছিলেন। যা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নেই। জাতির এই সূর্য সন্তানেরা সোনালী ব্যাংককে এগিয়ে নিতে সব সময় পাশে থেকেছেন। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ আজ জাতির পিতার শোক দিবসের আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হলো।’ 
 
মো. আতাউর রহমান প্রধান আরও বলেন, ‘জাতির পিতা নিজেই এই সোনালী ব্যাংকের নামকরণ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে। যাতে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণহীন ও গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা যায়। সোনালী ব্যাংকে একটি আধুনিক ও গতিশীল ব্যাংক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতার কামনা করি। আজ ৩৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’ 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ। সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক সঞ্চিয়া বিনতে আলী এবং জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিমসহ ব্যাংকের জেনারেল ম্যানেজার, নির্বাহী ও সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত