আজকের পত্রিকা ডেস্ক

চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তাসহ (সিএফও) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি (বিএফআইইউ)। একই সঙ্গে ওই ছয় কর্মকর্তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএফআইইউয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
যেসব কর্মকর্তার হিসাব তলব করা হয়েছে, তাঁরা হলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোহাম্মদ কামরুল হাসান, আইসিটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, এমআইএস বিভাগের প্রধান রাজিদুল ইসলাম, ফরেক্স ডিলার বিভাগের প্রধান জমির উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার এবং সিকিউরিটি ফোর্সেস বিভাগের প্রধান ফরহাদ সরকার।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দাখিল করতে হবে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় বিভিন্ন অনিয়ম-জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমাম এবং ব্যাংকটির সিএফও মো. জাফর ইকবাল হাওলাদারের হিসাব জব্দের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক নামে পরিচালিত প্রতিষ্ঠানের হিসাবও জব্দ করতে বলা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ড মামলার আসামি। গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া মো. বেলাল হোসেন রাব্বির (২৬) মা জেসমিন আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পারভেজ তমালসহ ২২ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন।

চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তাসহ (সিএফও) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি (বিএফআইইউ)। একই সঙ্গে ওই ছয় কর্মকর্তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএফআইইউয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
যেসব কর্মকর্তার হিসাব তলব করা হয়েছে, তাঁরা হলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোহাম্মদ কামরুল হাসান, আইসিটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, এমআইএস বিভাগের প্রধান রাজিদুল ইসলাম, ফরেক্স ডিলার বিভাগের প্রধান জমির উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার এবং সিকিউরিটি ফোর্সেস বিভাগের প্রধান ফরহাদ সরকার।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দাখিল করতে হবে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় বিভিন্ন অনিয়ম-জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমাম এবং ব্যাংকটির সিএফও মো. জাফর ইকবাল হাওলাদারের হিসাব জব্দের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক নামে পরিচালিত প্রতিষ্ঠানের হিসাবও জব্দ করতে বলা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ড মামলার আসামি। গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া মো. বেলাল হোসেন রাব্বির (২৬) মা জেসমিন আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পারভেজ তমালসহ ২২ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১২ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১২ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১২ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১৬ ঘণ্টা আগে