আজকের পত্রিকা ডেস্ক

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার হবে ৯ দশমিক ৭২ শতাংশ।
সরকারের আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে, এই পদক্ষেপ উচ্চ মূল্যস্ফীতির সময়ে মধ্যবিত্ত এবং সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল পরিবারগুলোর উপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
আজ মঙ্গলবার থেকেই এই নতুন মুনাফা হার কার্যকর হয়েছে।
নতুন হার ও বিনিয়োগের সীমা
নতুন নিয়মে, সঞ্চয়পত্রের সুদহার বিনিয়োগের পরিমাণের উপর নির্ভরশীল। ৭ লাখ ৫০ হাজার টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে সুদহার তুলনামূলকভাবে বেশি হবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদহার কমে আসবে। অর্থাৎ, কম বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন।
বিভিন্ন সঞ্চয়পত্রের পরিবর্তিত হার
পরিবার সঞ্চয়পত্র: দেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হারেও পরিবর্তন এসেছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদী পূর্তিতে মুনাফার হার ১২.৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্র: পেনশনার সঞ্চয়পত্রেও মুনাফার হার কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে মুনাফা ১২.৫৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৮ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৪০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব: ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবেও মুনাফার হার কমেছে।
তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
কিছু ক্ষেত্রে অপরিবর্তিত
তবে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
পুরানো সঞ্চয়পত্রের জন্য বিশেষ নিয়ম
১ জুলাই, ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে, পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার কার্যকর হবে। সরকার জানিয়েছে, আগামী ছয় মাস পর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনরায় পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে।

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার হবে ৯ দশমিক ৭২ শতাংশ।
সরকারের আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে, এই পদক্ষেপ উচ্চ মূল্যস্ফীতির সময়ে মধ্যবিত্ত এবং সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল পরিবারগুলোর উপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
আজ মঙ্গলবার থেকেই এই নতুন মুনাফা হার কার্যকর হয়েছে।
নতুন হার ও বিনিয়োগের সীমা
নতুন নিয়মে, সঞ্চয়পত্রের সুদহার বিনিয়োগের পরিমাণের উপর নির্ভরশীল। ৭ লাখ ৫০ হাজার টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে সুদহার তুলনামূলকভাবে বেশি হবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদহার কমে আসবে। অর্থাৎ, কম বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন।
বিভিন্ন সঞ্চয়পত্রের পরিবর্তিত হার
পরিবার সঞ্চয়পত্র: দেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হারেও পরিবর্তন এসেছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদী পূর্তিতে মুনাফার হার ১২.৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্র: পেনশনার সঞ্চয়পত্রেও মুনাফার হার কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে মুনাফা ১২.৫৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৮ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৪০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব: ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবেও মুনাফার হার কমেছে।
তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
কিছু ক্ষেত্রে অপরিবর্তিত
তবে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
পুরানো সঞ্চয়পত্রের জন্য বিশেষ নিয়ম
১ জুলাই, ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে, পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার কার্যকর হবে। সরকার জানিয়েছে, আগামী ছয় মাস পর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনরায় পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৪ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৬ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৮ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে