নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি অর্থায়ন সহজ করার উদ্যোগ নিয়েছে উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে ৩০ জন নারী উদ্যোক্তাকে ‘বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনরশিপ সার্টিফিকেট’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মধ্যেই উদ্যোক্তাদের ঋণ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হবে। ফলে প্রশিক্ষণের পরে পুঁজির জন্য উদ্যোক্তাদের বসে থাকতে হবে না।
৭ দিনব্যাপী এই প্রশিক্ষণ ও অর্থায়ন কার্যক্রমের প্ল্যাটফর্মে রয়েছে এসএমই খাতের অংশীজনদের সংগঠন উত্তরণ, নারী উদ্যোক্তা ফোরাম (নাফ), অনলাইনভিত্তিক বাজার প্ল্যাটফর্ম এমএসএমইবিডি. কম, কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড এডুকেশন (সিফা) ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান এসএএসবিএ।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তা নিগার সুলতানা বলেন, ‘যিনি আমার মতোই ছোট ব্যবসা করছেন, তিনি কি আমার ঋণের দায় নিতে চাইবেন? কখনোই অন্য আরেকজনের ঋণের দায় কেউ নিতে চান না। এতে করে গ্যারান্টারসহ ঋণপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা রয়েই গেছে।’
উদ্যোক্তাদের এসব সমস্যা নিরসনে কাজ করবে উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি। প্রশিক্ষণ শেষে অর্থায়নের জন্য ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। প্রয়োজনে গ্যারান্টারের ভূমিকায় অবতীর্ণ হবে প্ল্যাটফর্মটি। প্রাথমিকভাবে এই কার্যক্রমে এগিয়ে আসছে তিনটি ব্যাংক। এগুলো হলো ইস্টার্ন, ইউসিবিএল ও ব্যাংক এশিয়া।
এ বিষয়ে উত্তরণের টিম লিডার মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনেকেই জয়িতা, বিসিক, এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন। কিন্তু প্রশিক্ষণ পর্যন্তই সেটা সীমাবদ্ধ। প্রশিক্ষণের পরে তাঁদের কী হয়, সে বিষয়ে কোনো খোঁজ রাখা হয় না।’
তিনি যোগ করেন, এসব জটিলতা নিরসনের লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।
কামরুজ্জামান বলেন, ‘প্রশিক্ষণ শেষ হলেই উদ্যোক্তাদের সঙ্গে এই প্ল্যাটফর্মের সম্পর্ক শেষ হয়ে যাবে না। পরবর্তীতেও উদ্যোক্তাদের তদারকি, প্রশিক্ষণ, তথ্য, পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আকতার বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের জটিলতা কমাতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ইস্টার্ন ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের ব্রাঞ্চ সেলস ও সার্ভিস ম্যানেজার রওশন আলী।
উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়নের চমৎকার প্রচেষ্টা এটি। নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হলে শুধু তাঁদের জন্যই ভালো নয়, এটা দেশের জন্যও ভালো। এর মাধ্যমে তাঁরা দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। ইস্টার্ন ব্যাংক এসএমই কার্যক্রম চালুর পর থেকেই ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে রয়েছে।’

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি অর্থায়ন সহজ করার উদ্যোগ নিয়েছে উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে ৩০ জন নারী উদ্যোক্তাকে ‘বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনরশিপ সার্টিফিকেট’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মধ্যেই উদ্যোক্তাদের ঋণ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হবে। ফলে প্রশিক্ষণের পরে পুঁজির জন্য উদ্যোক্তাদের বসে থাকতে হবে না।
৭ দিনব্যাপী এই প্রশিক্ষণ ও অর্থায়ন কার্যক্রমের প্ল্যাটফর্মে রয়েছে এসএমই খাতের অংশীজনদের সংগঠন উত্তরণ, নারী উদ্যোক্তা ফোরাম (নাফ), অনলাইনভিত্তিক বাজার প্ল্যাটফর্ম এমএসএমইবিডি. কম, কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড এডুকেশন (সিফা) ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান এসএএসবিএ।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তা নিগার সুলতানা বলেন, ‘যিনি আমার মতোই ছোট ব্যবসা করছেন, তিনি কি আমার ঋণের দায় নিতে চাইবেন? কখনোই অন্য আরেকজনের ঋণের দায় কেউ নিতে চান না। এতে করে গ্যারান্টারসহ ঋণপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা রয়েই গেছে।’
উদ্যোক্তাদের এসব সমস্যা নিরসনে কাজ করবে উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি। প্রশিক্ষণ শেষে অর্থায়নের জন্য ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। প্রয়োজনে গ্যারান্টারের ভূমিকায় অবতীর্ণ হবে প্ল্যাটফর্মটি। প্রাথমিকভাবে এই কার্যক্রমে এগিয়ে আসছে তিনটি ব্যাংক। এগুলো হলো ইস্টার্ন, ইউসিবিএল ও ব্যাংক এশিয়া।
এ বিষয়ে উত্তরণের টিম লিডার মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনেকেই জয়িতা, বিসিক, এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন। কিন্তু প্রশিক্ষণ পর্যন্তই সেটা সীমাবদ্ধ। প্রশিক্ষণের পরে তাঁদের কী হয়, সে বিষয়ে কোনো খোঁজ রাখা হয় না।’
তিনি যোগ করেন, এসব জটিলতা নিরসনের লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।
কামরুজ্জামান বলেন, ‘প্রশিক্ষণ শেষ হলেই উদ্যোক্তাদের সঙ্গে এই প্ল্যাটফর্মের সম্পর্ক শেষ হয়ে যাবে না। পরবর্তীতেও উদ্যোক্তাদের তদারকি, প্রশিক্ষণ, তথ্য, পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আকতার বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের জটিলতা কমাতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ইস্টার্ন ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের ব্রাঞ্চ সেলস ও সার্ভিস ম্যানেজার রওশন আলী।
উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়নের চমৎকার প্রচেষ্টা এটি। নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হলে শুধু তাঁদের জন্যই ভালো নয়, এটা দেশের জন্যও ভালো। এর মাধ্যমে তাঁরা দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। ইস্টার্ন ব্যাংক এসএমই কার্যক্রম চালুর পর থেকেই ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে রয়েছে।’

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে