আজকের পত্রিকা ডেস্ক

ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সফটওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ট্যালি এমএসএমই সম্মাননা-২০২৪’ দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননা দেওয়া হলো। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা, বিওয়াইডির ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলসের সিএফও সানাত দত্ত।
অনুষ্ঠানে ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‘এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ, যা সত্যিই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’
এ বছর ওয়ান্ডার ওম্যান বিভাগে সম্মাননা পেয়েছেন আফরোজা সুলতানা, কানিজ ফাতেমা, সাবিনা ইয়েসমিন, আতিকা রহমান ও নাজনীন কামাল সুপ্তি। বিজনেস মায়েস্ত্রো বিভাগের বিজয়ীরা হলেন আবুল কালাম হাসান, ইব্রাহিম হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক ও মনজুর সাজ্জাদ।
টেক ট্রান্সফরমার্স বিভাগের বিজয়ীরা হলেন মো. আবদুল মান্নান, পরিতোষ কুমার মালো, বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং ড. খালেদা আদিব। চ্যাম্পিয়ন অব কজ বিভাগের সম্মাননাপ্রাপ্তরা হলেন ওয়াহিদা খানম, ড. মো. শহিদুজ্জামান, ঝুমোনা মল্লিক, সমীরন দত্ত এবং তসলিমা ফেরদৌসী মিলি। নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন রেদোয়ান ফেরদৌস, মো. আবদুর রশিদ সোহাগ, ফারহান তানভির, নুরুল হাসান ও আফিফ জামান।

ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সফটওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ট্যালি এমএসএমই সম্মাননা-২০২৪’ দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননা দেওয়া হলো। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা, বিওয়াইডির ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলসের সিএফও সানাত দত্ত।
অনুষ্ঠানে ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‘এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ, যা সত্যিই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’
এ বছর ওয়ান্ডার ওম্যান বিভাগে সম্মাননা পেয়েছেন আফরোজা সুলতানা, কানিজ ফাতেমা, সাবিনা ইয়েসমিন, আতিকা রহমান ও নাজনীন কামাল সুপ্তি। বিজনেস মায়েস্ত্রো বিভাগের বিজয়ীরা হলেন আবুল কালাম হাসান, ইব্রাহিম হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক ও মনজুর সাজ্জাদ।
টেক ট্রান্সফরমার্স বিভাগের বিজয়ীরা হলেন মো. আবদুল মান্নান, পরিতোষ কুমার মালো, বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং ড. খালেদা আদিব। চ্যাম্পিয়ন অব কজ বিভাগের সম্মাননাপ্রাপ্তরা হলেন ওয়াহিদা খানম, ড. মো. শহিদুজ্জামান, ঝুমোনা মল্লিক, সমীরন দত্ত এবং তসলিমা ফেরদৌসী মিলি। নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন রেদোয়ান ফেরদৌস, মো. আবদুর রশিদ সোহাগ, ফারহান তানভির, নুরুল হাসান ও আফিফ জামান।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৩ ঘণ্টা আগে
ভারতের এই সিদ্ধান্ত দেশটির গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি। তবে অনেকের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের আরোপ করা ৫০ শতাংশ (শাস্তিমূলক) শুল্কের নীরব জবাব। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের খনি শিল্পে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’। দেশের চারটি কৌশলগত স্থানে নতুন করে প্রায় ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজির বেশি) স্বর্ণের মজুত খুঁজে পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
‘আমরা বিশ্বকে সেভাবেই গ্রহণ করি, যেভাবে বর্তমানে আছে; আমাদের ইচ্ছেমতো বদলে নিয়ে নয়।’ —কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই একটি বাক্যই এখন দেশটির নতুন পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। গত শুক্রবার বেইজিংয়ের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক বাণিজ্য...
৯ ঘণ্টা আগে