আজকের পত্রিকা ডেস্ক

নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।
এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।
এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১ দিন আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১ দিন আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১ দিন আগে