আজকের পত্রিকা ডেস্ক

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না। গতকাল শনিবার পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজার রিটার্ন দাখিল হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে অনলাইনে দাখিল হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি। রিটার্ন দাখিলকারীদের মধ্যে ব্যক্তি করদাতা ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন এবং কোম্পানি করদাতা ১১ হাজার ১০৫। এই সময়ে মোট আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা।
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭৩টি, যার মাধ্যমে ৬ হাজার ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর আদায় হয়। ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন দাখিলে ১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয়কর আদায়ে ৫ দশমিক ৮২ শতাংশ ঘাটতি দেখা গেছে।
রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এনবিআর সময়সীমা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করেননি, তাঁরা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।
এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ তুলনামূলক কম। করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করেছে এনবিআর। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আজকের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না। গতকাল শনিবার পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজার রিটার্ন দাখিল হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে অনলাইনে দাখিল হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি। রিটার্ন দাখিলকারীদের মধ্যে ব্যক্তি করদাতা ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন এবং কোম্পানি করদাতা ১১ হাজার ১০৫। এই সময়ে মোট আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা।
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭৩টি, যার মাধ্যমে ৬ হাজার ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর আদায় হয়। ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন দাখিলে ১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয়কর আদায়ে ৫ দশমিক ৮২ শতাংশ ঘাটতি দেখা গেছে।
রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এনবিআর সময়সীমা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করেননি, তাঁরা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।
এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ তুলনামূলক কম। করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করেছে এনবিআর। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আজকের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৩১ মিনিট আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৪৩ মিনিট আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৪ ঘণ্টা আগে