
আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’-এর সহপৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ভ্রমণ প্রতিষ্ঠান আকিজ এয়ার। ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলা আগামী ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আকিজ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা দারাজ মাহমুদ এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং আকিজ এয়ারের সহকারী ব্যবস্থাপক-অপারেশনস মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী ব্যবস্থাপক-সেলস সেলডন জোসেফ ডি’সিলভাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এর আয়োজন ও দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা দেবে আকিজ এয়ার। এ ছাড়া, মেলা চলাকালীন নতুন প্রোডাক্ট উদ্বোধন এবং দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে এয়ার টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করবে আকিজ এয়ার।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৪৫ টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফল ড্রতে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’-এর সহপৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ভ্রমণ প্রতিষ্ঠান আকিজ এয়ার। ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলা আগামী ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আকিজ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা দারাজ মাহমুদ এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং আকিজ এয়ারের সহকারী ব্যবস্থাপক-অপারেশনস মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী ব্যবস্থাপক-সেলস সেলডন জোসেফ ডি’সিলভাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এর আয়োজন ও দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা দেবে আকিজ এয়ার। এ ছাড়া, মেলা চলাকালীন নতুন প্রোডাক্ট উদ্বোধন এবং দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে এয়ার টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করবে আকিজ এয়ার।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৪৫ টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফল ড্রতে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৪ ঘণ্টা আগে
ভারতের এই সিদ্ধান্ত দেশটির গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি। তবে অনেকের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের আরোপ করা ৫০ শতাংশ (শাস্তিমূলক) শুল্কের নীরব জবাব। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের খনি শিল্পে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’। দেশের চারটি কৌশলগত স্থানে নতুন করে প্রায় ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজির বেশি) স্বর্ণের মজুত খুঁজে পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
‘আমরা বিশ্বকে সেভাবেই গ্রহণ করি, যেভাবে বর্তমানে আছে; আমাদের ইচ্ছেমতো বদলে নিয়ে নয়।’ —কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই একটি বাক্যই এখন দেশটির নতুন পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। গত শুক্রবার বেইজিংয়ের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক বাণিজ্য...
৯ ঘণ্টা আগে