নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাত্র ৭ মাসে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর।
২০২৪ সালের ২৩ ডিসেম্বরে যাত্রা শুরু করা এই ইউনিট সীমিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও কার্যক্রমের প্রথম সাত মাসে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এনবিআর জানায়, সংশ্লিষ্ট ৬৩ প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ২৩১টি এ-চালানের মাধ্যমে রাজস্ব আদায় করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর দিতে উৎসাহিত করার পাশাপাশি কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আয়কর গোয়েন্দা ইউনিট। যেকোনো ধরনের কর ফাঁকি ও বেনামি সম্পদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইউনিটের কার্যক্রম শুধু রাজস্ব পুনরুদ্ধারেই সীমিত নয়; বরং এটি কর সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতেও কার্যকর ভূমিকা রাখছে। এনবিআর মনে করে, ন্যায়সংগত করব্যবস্থা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে আয়কর গোয়েন্দা ইউনিট ভবিষ্যতে দেশের রাজস্ব কাঠামোকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও শুল্ক–কর ফাঁকি উদ্ঘাটনের জন্য আয়করের পাশাপাশি ভ্যাট ও শুল্ক বিভাগে আলাদা ইউনিট রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামে আলাদা স্বতন্ত্র ইউনিটও রয়েছে এনবিআরে।

মাত্র ৭ মাসে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর।
২০২৪ সালের ২৩ ডিসেম্বরে যাত্রা শুরু করা এই ইউনিট সীমিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও কার্যক্রমের প্রথম সাত মাসে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এনবিআর জানায়, সংশ্লিষ্ট ৬৩ প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ২৩১টি এ-চালানের মাধ্যমে রাজস্ব আদায় করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর দিতে উৎসাহিত করার পাশাপাশি কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আয়কর গোয়েন্দা ইউনিট। যেকোনো ধরনের কর ফাঁকি ও বেনামি সম্পদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইউনিটের কার্যক্রম শুধু রাজস্ব পুনরুদ্ধারেই সীমিত নয়; বরং এটি কর সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতেও কার্যকর ভূমিকা রাখছে। এনবিআর মনে করে, ন্যায়সংগত করব্যবস্থা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে আয়কর গোয়েন্দা ইউনিট ভবিষ্যতে দেশের রাজস্ব কাঠামোকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও শুল্ক–কর ফাঁকি উদ্ঘাটনের জন্য আয়করের পাশাপাশি ভ্যাট ও শুল্ক বিভাগে আলাদা ইউনিট রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামে আলাদা স্বতন্ত্র ইউনিটও রয়েছে এনবিআরে।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
২৯ মিনিট আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৪১ মিনিট আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৪ ঘণ্টা আগে