বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

২০১৫ সালে এমবিবিএস পড়ার সময় বিয়ে করে এখনো পর্যন্ত বিয়ের স্বীকৃতি পাননি বলে অভিযোগ তুলেছেন ডা. আয়েশা সিদ্দিকা। তাঁর বাড়ি বরিশাল জেলার সদর উপজেলায়।
গতকাল বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্বামী ও শ্বশুরবাড়ির স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দেন ডা. আয়েশা সিদ্দিকা।
লিখিত বক্তব্যে তিনি জানান, ঢাকায় ২০১৫ সালে এমবিবিএস পড়ার সময় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার আব্দুল বাসেদের ছেলে বাবলুর রশিদকে পছন্দ করেন। ২০১৬ সালে ঢাকা জজকোর্টে ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ঢাকায় তিন বছর ও ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকায় আরও দুই বছর সংসার করেন তাঁরা।
লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও অভিযোগ করে বলেন, ‘ঠাকুরগাঁওয়ে থাকাকালীন আমার স্বামী মাদকাসক্ত হয়ে পড়ার কারণে সংসারে অশান্তি শুরু হয়। কারণে-অকারণে টাকার জন্য আমার ওপর অমানবিক নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে আমার শ্বশুরবাড়ির লোকজনকে এই খবর জানালে তারাও আমার ওপর চড়াও হয় এবং টাকা ও আমার মা-বাবাকে ধর্ম ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। উপায় না পেয়ে আমি আদালতে পৃথক দুটি মামলা দায়ের করি। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঠাকুরগাঁও ছেড়ে চলে যাওয়াসহ মামলা তুলে নিতে নিয়মিত হুমকি প্রদান করছে। ধর্ম ত্যাগ করার কারণে পিত্রালয়ে যাওয়ার সুযোগ নেই। এদিকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনও বাড়ির বধূ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। এ অবস্থায় আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।’
সংবাদ সম্মেলন সাংবাদিকদের মাধ্যমে ডা. আয়েশা সিদ্দিকা প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।
এ বিষয়ে চিকিৎসক গৃহবধূর স্বামী বাবলুর রশিদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গৃহবধূর শ্বশুর আব্দুল বাসেদ সাংবাদিকদের জানান, ‘মেয়েটি ধর্ম ত্যাগ করে আমার ছেলেকে বিয়ে করেছে। আমরা মেনেও নিয়েছিলাম। পরে মেয়েটি পুনরায় নিজ জেলায় গিয়ে বিয়ে করেছে এমন খবর আমরা পেয়েছি। তা ছাড়া মামলা-মোকদ্দমায় জড়ানোর কারণে আমার ছেলে তার সঙ্গে সংসার করতে চায় না। তারা দুজনে সংসার করলে আমার কোনো আপত্তি নেই।’
সংবাদ সম্মেলনে বালিয়াডাঙ্গী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

২০১৫ সালে এমবিবিএস পড়ার সময় বিয়ে করে এখনো পর্যন্ত বিয়ের স্বীকৃতি পাননি বলে অভিযোগ তুলেছেন ডা. আয়েশা সিদ্দিকা। তাঁর বাড়ি বরিশাল জেলার সদর উপজেলায়।
গতকাল বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্বামী ও শ্বশুরবাড়ির স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দেন ডা. আয়েশা সিদ্দিকা।
লিখিত বক্তব্যে তিনি জানান, ঢাকায় ২০১৫ সালে এমবিবিএস পড়ার সময় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার আব্দুল বাসেদের ছেলে বাবলুর রশিদকে পছন্দ করেন। ২০১৬ সালে ঢাকা জজকোর্টে ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ঢাকায় তিন বছর ও ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকায় আরও দুই বছর সংসার করেন তাঁরা।
লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও অভিযোগ করে বলেন, ‘ঠাকুরগাঁওয়ে থাকাকালীন আমার স্বামী মাদকাসক্ত হয়ে পড়ার কারণে সংসারে অশান্তি শুরু হয়। কারণে-অকারণে টাকার জন্য আমার ওপর অমানবিক নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে আমার শ্বশুরবাড়ির লোকজনকে এই খবর জানালে তারাও আমার ওপর চড়াও হয় এবং টাকা ও আমার মা-বাবাকে ধর্ম ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। উপায় না পেয়ে আমি আদালতে পৃথক দুটি মামলা দায়ের করি। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঠাকুরগাঁও ছেড়ে চলে যাওয়াসহ মামলা তুলে নিতে নিয়মিত হুমকি প্রদান করছে। ধর্ম ত্যাগ করার কারণে পিত্রালয়ে যাওয়ার সুযোগ নেই। এদিকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনও বাড়ির বধূ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। এ অবস্থায় আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।’
সংবাদ সম্মেলন সাংবাদিকদের মাধ্যমে ডা. আয়েশা সিদ্দিকা প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।
এ বিষয়ে চিকিৎসক গৃহবধূর স্বামী বাবলুর রশিদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গৃহবধূর শ্বশুর আব্দুল বাসেদ সাংবাদিকদের জানান, ‘মেয়েটি ধর্ম ত্যাগ করে আমার ছেলেকে বিয়ে করেছে। আমরা মেনেও নিয়েছিলাম। পরে মেয়েটি পুনরায় নিজ জেলায় গিয়ে বিয়ে করেছে এমন খবর আমরা পেয়েছি। তা ছাড়া মামলা-মোকদ্দমায় জড়ানোর কারণে আমার ছেলে তার সঙ্গে সংসার করতে চায় না। তারা দুজনে সংসার করলে আমার কোনো আপত্তি নেই।’
সংবাদ সম্মেলনে বালিয়াডাঙ্গী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৫ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২১ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে