সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’

টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
১৫ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
২০ মিনিট আগে
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
২৪ মিনিট আগে