মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে এক প্রসূতির নবজাতক ছেলের বদলে মেয়েসন্তান দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে।
এতে জানা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামের আরশাদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) গত ২৬ অক্টোবর কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। এর আগে কুমুদিনী হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক ডা. পবন কুমার তাঁদের ছেলেসন্তান হবে বলে জানিয়েছেন। এ ছাড়া হালিম আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. তুপিল ও বাঁশতৈল ক্লিনিকের ডা. তারেক মাহমুদও একই রিপোর্ট দেন। পরে গত বুধবার কুমুদিনী হাসপাতালে সিজারের মাধ্যমে সুমাইয়ার ছেলেসন্তান হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়। এ খুশিতে পরিবার-পরিজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে এনআইসি থেকে সুমাইয়ার পরিবারের কাছে ছেলে নবজাতকের পরিবর্তে কন্যাসন্তান তুলে দেওয়া হয়। সুমাইয়া ও তাঁর পরিবার এ ঘটনা মেনে নিতে রাজি না হওয়ায় হাসপাতালে তোলপাড় শুরু হয়। এতে শারমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক বলেন, হাসপাতালের কাগজপত্রে সুমাইয়ার কন্যাসন্তান হয়েছে বলে জানতে পেরেছেন। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, সেহেতু সুমাইয়ার পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুমাইয়ার স্বামী আরশাদুল ও বোন শারমিন অভিযোগ করেন বলেন, `আমাদের ছেলেসন্তান হয়েছে এটা নিশ্চিত। হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী লোভের বশবর্তী হয়ে ছেলেসন্তান পরিবর্তন করে আমাদের কন্যাসন্তান দিয়েছে।'
মির্জাপুর থানার তদন্ত পরিদর্শক মো. গিয়াস উদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে এক প্রসূতির নবজাতক ছেলের বদলে মেয়েসন্তান দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে।
এতে জানা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামের আরশাদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) গত ২৬ অক্টোবর কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। এর আগে কুমুদিনী হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক ডা. পবন কুমার তাঁদের ছেলেসন্তান হবে বলে জানিয়েছেন। এ ছাড়া হালিম আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. তুপিল ও বাঁশতৈল ক্লিনিকের ডা. তারেক মাহমুদও একই রিপোর্ট দেন। পরে গত বুধবার কুমুদিনী হাসপাতালে সিজারের মাধ্যমে সুমাইয়ার ছেলেসন্তান হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়। এ খুশিতে পরিবার-পরিজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে এনআইসি থেকে সুমাইয়ার পরিবারের কাছে ছেলে নবজাতকের পরিবর্তে কন্যাসন্তান তুলে দেওয়া হয়। সুমাইয়া ও তাঁর পরিবার এ ঘটনা মেনে নিতে রাজি না হওয়ায় হাসপাতালে তোলপাড় শুরু হয়। এতে শারমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক বলেন, হাসপাতালের কাগজপত্রে সুমাইয়ার কন্যাসন্তান হয়েছে বলে জানতে পেরেছেন। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, সেহেতু সুমাইয়ার পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুমাইয়ার স্বামী আরশাদুল ও বোন শারমিন অভিযোগ করেন বলেন, `আমাদের ছেলেসন্তান হয়েছে এটা নিশ্চিত। হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী লোভের বশবর্তী হয়ে ছেলেসন্তান পরিবর্তন করে আমাদের কন্যাসন্তান দিয়েছে।'
মির্জাপুর থানার তদন্ত পরিদর্শক মো. গিয়াস উদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে