সিলেট প্রতিনিধি

বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিকি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্লু-ওয়াটার শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল রেখে অফিসে যাওয়ার সময় তিন যুবক মারুফকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মারুফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ শামিম ও রাজু নামের দুই যুবককে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেপ্তার করে। সিসিটিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে অপহরণ চেষ্টাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। অপহরণচেষ্টার সঙ্গে জড়িত আরও এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মারুফ আহমদ অভিযোগ করে জানান, গত সোমবার রাত আটটার দিকে তিনি নগরীর ব্লু-ওয়াটার শপিং সিটিতে যান। ওই ভবনে তাঁর অফিস। ভবনটির পার্কিংয়ে তিনি মোটরসাইকেল রাখতে যান। সে সময় তিন যুবক তাঁকে তুলে নিয়ে যাওয়ার জন্য অতর্কিত হামলা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তিন যুবক তাঁর কাছে থাকা মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্লু-ওয়াটার শপিং সিটির সিসিক্যামেরা দেখে অপহরণচেষ্টাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সাংবাদিক মারুফ বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।’

বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিকি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্লু-ওয়াটার শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল রেখে অফিসে যাওয়ার সময় তিন যুবক মারুফকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মারুফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ শামিম ও রাজু নামের দুই যুবককে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেপ্তার করে। সিসিটিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে অপহরণ চেষ্টাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। অপহরণচেষ্টার সঙ্গে জড়িত আরও এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মারুফ আহমদ অভিযোগ করে জানান, গত সোমবার রাত আটটার দিকে তিনি নগরীর ব্লু-ওয়াটার শপিং সিটিতে যান। ওই ভবনে তাঁর অফিস। ভবনটির পার্কিংয়ে তিনি মোটরসাইকেল রাখতে যান। সে সময় তিন যুবক তাঁকে তুলে নিয়ে যাওয়ার জন্য অতর্কিত হামলা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তিন যুবক তাঁর কাছে থাকা মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্লু-ওয়াটার শপিং সিটির সিসিক্যামেরা দেখে অপহরণচেষ্টাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সাংবাদিক মারুফ বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে