কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

‘আপনারা কেন এসেছেন, কী করার আছে আপনাদের, আমি মৌসুমী হককে (ইউএনও) দাঁড় করিয়ে রেখে পাকা ঘর নির্মাণ করব। কেউ কিছু করতে পারবে না।’ গতকাল বুধবার বেলা ১টার দিকে খাসজমিতে অবৈধভাবে ঘর নির্মাণের সময় ঘটনাস্থল গেলে এসব কথা বলেন বিএনপি নেতা ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
জানা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী ময়নাকুড়ি বাজারে খাসজমিতে এই পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে যান সংবাদকর্মীরা।
উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাহাগিলী ইউনিয়নের ১ নম্বর খতিয়ানে ৪০০ দাগে প্রায় সাড়ে ৪ একর খাসজমি রয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশ জমি দখলে নিয়ে ময়নাকুড়ি বাজারে মরহুম জফর উদ্দিনের ছেলে ফয়জার রহমান পাকা ঘর নির্মাণ করছেন; যার বাজারমূল্য কোটি টাকার ওপরে। আর সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওবায়দুর রহমান।
এ সময় সংবাদকর্মীরা খাসজমিতে পাকাঘর নির্মাণের বৈধ কোনো কাগজপত্র আছে কি না জানতে চাইলে ওবায়দুর রহমান তাঁর পরিচয় জাহির করে বলেন, ‘আমি মৌসুমী হককে (ইউএনও) দাঁড় করিয়ে রেখে পাকা ঘর নির্মাণ করব। আপনারা কিছুই করতে পারবেন না।’
এ বিষয়ে কথা হয় বাহাগিলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) শাহজাহান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি ইউএনও স্যারের নির্দেশে সরেজমিনে পাকাঘর নির্মাণ করতে নিষেধ করে এসেছি।’
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। আমিও ইউএনওকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, ‘ঘটনাটি আমি জানি। আমি কালকে লোক পাঠিয়েছিলাম, নিষেধ করার পরও ঘর নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘আপনারা কেন এসেছেন, কী করার আছে আপনাদের, আমি মৌসুমী হককে (ইউএনও) দাঁড় করিয়ে রেখে পাকা ঘর নির্মাণ করব। কেউ কিছু করতে পারবে না।’ গতকাল বুধবার বেলা ১টার দিকে খাসজমিতে অবৈধভাবে ঘর নির্মাণের সময় ঘটনাস্থল গেলে এসব কথা বলেন বিএনপি নেতা ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
জানা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী ময়নাকুড়ি বাজারে খাসজমিতে এই পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। সংবাদ পেয়ে সেখানে ছুটে যান সংবাদকর্মীরা।
উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাহাগিলী ইউনিয়নের ১ নম্বর খতিয়ানে ৪০০ দাগে প্রায় সাড়ে ৪ একর খাসজমি রয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশ জমি দখলে নিয়ে ময়নাকুড়ি বাজারে মরহুম জফর উদ্দিনের ছেলে ফয়জার রহমান পাকা ঘর নির্মাণ করছেন; যার বাজারমূল্য কোটি টাকার ওপরে। আর সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওবায়দুর রহমান।
এ সময় সংবাদকর্মীরা খাসজমিতে পাকাঘর নির্মাণের বৈধ কোনো কাগজপত্র আছে কি না জানতে চাইলে ওবায়দুর রহমান তাঁর পরিচয় জাহির করে বলেন, ‘আমি মৌসুমী হককে (ইউএনও) দাঁড় করিয়ে রেখে পাকা ঘর নির্মাণ করব। আপনারা কিছুই করতে পারবেন না।’
এ বিষয়ে কথা হয় বাহাগিলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) শাহজাহান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি ইউএনও স্যারের নির্দেশে সরেজমিনে পাকাঘর নির্মাণ করতে নিষেধ করে এসেছি।’
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। আমিও ইউএনওকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, ‘ঘটনাটি আমি জানি। আমি কালকে লোক পাঠিয়েছিলাম, নিষেধ করার পরও ঘর নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৪ ঘণ্টা আগে