Ajker Patrika

রংপুরের পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, সব প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ০২
রংপুরের পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, সব প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট 

রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনার সব ধরনের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আগামী ১১ নভেম্বরের মধ্যে ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন, ময়নাতদন্ত, অপমৃত্যুর মামলার বিস্তারিত প্রতিবেদন আদালতকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। 

মঙ্গলবার রংপুরের ঘটনার বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন। বুধবার নির্দেশ অনুযায়ী আদালতে জানানো হয়, ওই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। 

সোমবার রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। তারা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। 

স্থানীয়রা জানান, সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তাজুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত