প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

মাথার ওপর জরাজীর্ণ ভবন। ফাটল ধরেছে চারপাশে। ভবনের পলেস্তারা খসে বেরিয়ে পড়া রডগুলোও নষ্ট হয়ে গেছে অনেক আগেই। প্রতিদিনেই খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। তবুও এ ভবনটির দিকে খেয়াল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছেন ওই ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহকদের মাঝেও রয়েছে আতঙ্ক।
পীরগাছা উপজেলা সদরের ডাকঘরের চিত্র এটি। ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক আবেদন করেও কোনো কাজ হয়নি। হয়তো হবে একদিন, যখন ভবন ধসে ঘটবে প্রাণহানি!
সরেজমিনে পীরগাছা ডাকঘরে দেখা গেছে, ১৯৮০ সালে নির্মাণ করা পাঁচ কক্ষবিশিষ্ট এই পাকা ভবনটি একেবারেই জরাজীর্ণ ও নাজুক। ২০০১ সালে ভবনটি একবার সংস্কার করা হলেও ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে ১৬ বছর আগে। ফলে ভবনের রডগুলো বের হয়ে তাতে মরিচা ধরেছে। প্রায় হাজারখানেক স্থানের পলেস্তারা খসে পড়েছে। এখনো প্রতিদিন খসে পড়ছে। ভবনের মেঝের ঢালাই উঠে গিয়ে দেবে গেছে মেঝে। ভেতরে থাকা বৈদেশিক ই-মোবাইলে টাকা লেনদেনের জন্য কম্পিউটারটিও ঢেকে রাখা হয়েছে। ভবনের এক পাশে পোস্টমাস্টারের জন্য আবাসিক ভবনেরও একই অবস্থা।
জানা যায়, প্রতিদিন ডাকঘরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মৃত্যুর আতঙ্কে থাকতে হয়।
ডাকঘরে সেবা নিতে আসা নাসরিন নাহার ক্ষোভের সঙ্গে জানান, এই ভগ্নদশার ভবন সংস্কারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এ যেন ভাঙা ভবনে ডিজিটাল সেবাদানের নিত্যদিনের চিত্র। ডাকঘরে আসা গ্রাহক আলমগীর মিয়া বলেন, ‘এই ডাকঘর যেন এক মৃত্যুর ফাঁদ। এখানে এলেই ভেঙে পড়ার আতঙ্কে থাকি। তাই জলদি কাজ সেরে যেতে হয়।’
ডাকঘরে কর্মরত রানার আলী আকবার বলেন, ‘মাথার ওপর জরাজীর্ণ ভবন। কখন পলেস্তারা খসে পড়ে—এ আতঙ্ক নিয়ে কাজ করছি। এর আগে পলেস্তারা খসে পড়ে বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন।’
পীরগাছা ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার হালিম বাদশা বলেন, `সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ভবনের কার্যক্রম সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। তবে শুনেছি দ্রুত কাজ শুরু হবে। কবে হবে! কেউ জানেন না! আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি।'

মাথার ওপর জরাজীর্ণ ভবন। ফাটল ধরেছে চারপাশে। ভবনের পলেস্তারা খসে বেরিয়ে পড়া রডগুলোও নষ্ট হয়ে গেছে অনেক আগেই। প্রতিদিনেই খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। তবুও এ ভবনটির দিকে খেয়াল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছেন ওই ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহকদের মাঝেও রয়েছে আতঙ্ক।
পীরগাছা উপজেলা সদরের ডাকঘরের চিত্র এটি। ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক আবেদন করেও কোনো কাজ হয়নি। হয়তো হবে একদিন, যখন ভবন ধসে ঘটবে প্রাণহানি!
সরেজমিনে পীরগাছা ডাকঘরে দেখা গেছে, ১৯৮০ সালে নির্মাণ করা পাঁচ কক্ষবিশিষ্ট এই পাকা ভবনটি একেবারেই জরাজীর্ণ ও নাজুক। ২০০১ সালে ভবনটি একবার সংস্কার করা হলেও ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে ১৬ বছর আগে। ফলে ভবনের রডগুলো বের হয়ে তাতে মরিচা ধরেছে। প্রায় হাজারখানেক স্থানের পলেস্তারা খসে পড়েছে। এখনো প্রতিদিন খসে পড়ছে। ভবনের মেঝের ঢালাই উঠে গিয়ে দেবে গেছে মেঝে। ভেতরে থাকা বৈদেশিক ই-মোবাইলে টাকা লেনদেনের জন্য কম্পিউটারটিও ঢেকে রাখা হয়েছে। ভবনের এক পাশে পোস্টমাস্টারের জন্য আবাসিক ভবনেরও একই অবস্থা।
জানা যায়, প্রতিদিন ডাকঘরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মৃত্যুর আতঙ্কে থাকতে হয়।
ডাকঘরে সেবা নিতে আসা নাসরিন নাহার ক্ষোভের সঙ্গে জানান, এই ভগ্নদশার ভবন সংস্কারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এ যেন ভাঙা ভবনে ডিজিটাল সেবাদানের নিত্যদিনের চিত্র। ডাকঘরে আসা গ্রাহক আলমগীর মিয়া বলেন, ‘এই ডাকঘর যেন এক মৃত্যুর ফাঁদ। এখানে এলেই ভেঙে পড়ার আতঙ্কে থাকি। তাই জলদি কাজ সেরে যেতে হয়।’
ডাকঘরে কর্মরত রানার আলী আকবার বলেন, ‘মাথার ওপর জরাজীর্ণ ভবন। কখন পলেস্তারা খসে পড়ে—এ আতঙ্ক নিয়ে কাজ করছি। এর আগে পলেস্তারা খসে পড়ে বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন।’
পীরগাছা ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার হালিম বাদশা বলেন, `সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ভবনের কার্যক্রম সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। তবে শুনেছি দ্রুত কাজ শুরু হবে। কবে হবে! কেউ জানেন না! আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি।'

বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোছাব্বির হত্যাকাণ্ড ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে, মোছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ও কারওয়ান বাজারে ব্যবসা থাকা আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের
১৫ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২৪ মিনিট আগে