বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে নাশকতার মামলায় বিএনপির ছয় নেতার রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলী আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নির্দেশ দেন।
বিএনপির ওই ছয় নেতা হলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি, হারুন অর রশিদ হারুন এবং ফজলে রাব্বী।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার এসআই সোলাইমান আলী।
সোলায়মান আলী জানান, নাশকতার মামলায় ছয়জন আসামিকে আদালতে এনে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ আছে, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি।
তাঁর ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচি ঘিরেই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় ও বিস্ফোরক আইনে গাবতলী থানা-পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে।
মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও গাবতলীর পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলামসহ ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে। এই মামলায় সম্প্রতি কারাগারে পাঠানো হয়েছে সুরাইয়া জেরিন রনিকে। আজ ছয় নেতার রিমান্ড আবেদন করে পুলিশ।

বগুড়ার গাবতলীতে নাশকতার মামলায় বিএনপির ছয় নেতার রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলী আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নির্দেশ দেন।
বিএনপির ওই ছয় নেতা হলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি, হারুন অর রশিদ হারুন এবং ফজলে রাব্বী।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার এসআই সোলাইমান আলী।
সোলায়মান আলী জানান, নাশকতার মামলায় ছয়জন আসামিকে আদালতে এনে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ আছে, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি।
তাঁর ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচি ঘিরেই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় ও বিস্ফোরক আইনে গাবতলী থানা-পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে।
মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও গাবতলীর পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলামসহ ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে। এই মামলায় সম্প্রতি কারাগারে পাঠানো হয়েছে সুরাইয়া জেরিন রনিকে। আজ ছয় নেতার রিমান্ড আবেদন করে পুলিশ।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১০ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৭ মিনিট আগে