নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়। বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।

নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়। বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স নামে গয়নার দোকানে আজ সোমবার ভোরের দিকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং চার লাখ টাকা নগদ লুটের অভিযোগ পাওয়া গেছে।
২৯ মিনিট আগে
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
১ ঘণ্টা আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
২ ঘণ্টা আগে