রেজা করিম, নারায়ণগঞ্জ থেকে

নির্বাচনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। একই সঙ্গে ইভিএম নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। আজ রোববার সকালে ভোট দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এমন অভিযোগ করেন। সকাল সোয়া ৯টা পর্যন্ত তাঁর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তৈমুর বলেন, বরাবরের মতোই পুলিশ আমার কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে। আমার কর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অসৌজন্যমূলক আচরণ করছে। কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করছে। পুলিশের কাছে সহযোগিতা চাই।
ইভিএম প্রসঙ্গে তৈমুর বলেন, মানুষ এখনো ইভিএমএ অভ্যস্ত হয়ে ওঠেনি। যে কারণে ভোটার উপস্থিতি কম। এটা আমার জন্য একটা শঙ্কার বিষয়। ইভিএম বিষয়ে ভোটারদের আরও প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। একটি কেন্দ্রে ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তৈমুর। তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে ভোটের সার্বিক চিত্র ধরা পড়ত। কেউ অন্যায় কিছু করলে বা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করলে সেটা ধরা পড়ত ক্যামেরায়।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দেওয়ার আগে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল, পরে তোলারাম সরকারি কলেজ, সরকারি কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তৈমুর।

নির্বাচনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। একই সঙ্গে ইভিএম নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। আজ রোববার সকালে ভোট দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এমন অভিযোগ করেন। সকাল সোয়া ৯টা পর্যন্ত তাঁর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তৈমুর বলেন, বরাবরের মতোই পুলিশ আমার কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে। আমার কর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অসৌজন্যমূলক আচরণ করছে। কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করছে। পুলিশের কাছে সহযোগিতা চাই।
ইভিএম প্রসঙ্গে তৈমুর বলেন, মানুষ এখনো ইভিএমএ অভ্যস্ত হয়ে ওঠেনি। যে কারণে ভোটার উপস্থিতি কম। এটা আমার জন্য একটা শঙ্কার বিষয়। ইভিএম বিষয়ে ভোটারদের আরও প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। একটি কেন্দ্রে ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তৈমুর। তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে ভোটের সার্বিক চিত্র ধরা পড়ত। কেউ অন্যায় কিছু করলে বা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করলে সেটা ধরা পড়ত ক্যামেরায়।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দেওয়ার আগে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল, পরে তোলারাম সরকারি কলেজ, সরকারি কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তৈমুর।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
১ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
৩ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
৮ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
৩৩ মিনিট আগে