
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার দামোদরদী এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্যাম্পে থাকা নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে দামোদরদী এলাকায় ঘটনার দিন রাতে এ ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রার্থীর বড় ভাই বাচ্চু সরকার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকেরা দাবি করছেন দুই স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকেরা রাতের আঁধারে এ হামলা ও আগুনের ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব হোসেন সরকার বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে নৌকার সমর্থকেরা রাতের আঁধারে তাঁদের ক্যাম্প পুড়িয়ে দিয়ে আমার সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।’ বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
অপর স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ডা. আব্দুর রউফ জানান, রাতের আঁধারে কে বা কারা নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। ঘটনার জন্য তাঁর ছেলে ও সমর্থকদের ওপর দায় চাপানো হচ্ছে। ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানান তিনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার দামোদরদী এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্যাম্পে থাকা নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে দামোদরদী এলাকায় ঘটনার দিন রাতে এ ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রার্থীর বড় ভাই বাচ্চু সরকার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকেরা দাবি করছেন দুই স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকেরা রাতের আঁধারে এ হামলা ও আগুনের ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব হোসেন সরকার বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে নৌকার সমর্থকেরা রাতের আঁধারে তাঁদের ক্যাম্প পুড়িয়ে দিয়ে আমার সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।’ বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
অপর স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ডা. আব্দুর রউফ জানান, রাতের আঁধারে কে বা কারা নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। ঘটনার জন্য তাঁর ছেলে ও সমর্থকদের ওপর দায় চাপানো হচ্ছে। ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানান তিনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৭ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২৩ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে