প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনরত সেই তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে 'স্বামীর' পরিবারের বিরুদ্ধে। চার দিন অনশনের পর মারধরে আহত ওই তরুণীকে শনিবার (২১ আগস্ট) বিকেলে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিফাত সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন করার পর থেকে স্বামীর পরিবারের লোকজন তাকে দফায় দফায় নির্যাতন করছে। সে ওই বাড়িতে যাওয়ার পর থেকে ওই ঘরে রান্না পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে স্বামীর ছোট ভাই শামীম, বোন সানিয়া ও তার মা দেলয়ারা তাঁকে মারপিট করেন। অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করেন। আজ থানায় মামলা করবেন বলেও উল্লেখ করেন এ তরুণী।
তরুণী আরও বলেন, 'আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলেন না। সুস্থ হলে আবার আমি স্বামীর বাড়িতে অনশন করে আত্মহত্যা করব।'
এ বিষয়ে তরুণীর 'স্বামী' দেলোয়ার হোসেন সৈকতের বাবা হারেস মিয়া জানান, শনিবার সকালে আমি বাড়িতে ছিলাম না। আমার মেয়ে ফোন করে বলল মেয়েটা (তরুণী) ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তবে মারপিটের বিষয়টি তিনি অস্বীকার করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রায় ৩ বছর আগে রুদ্রশ্রী গ্রামের হারেস মিয়ার ছেলে সৈকতের সঙ্গে একই এলাকার ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২০ সালের ২৮ নভেম্বর ঢাকার নোটারি পাবলিক আদালতে বিয়ে করেন। একই তারিখে নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। ছেলের পরিবারের লোকজন এ বিয়ে মেনে না নেওয়ায় তাঁরা ঢাকায় বসবাস করেন। তবে ২০২১ সালের ৫ জুলাই ওই তরুণীকে ভাড়া বাসায় রেখে নিখোঁজ হন দেলায়ার হোসেন সৈকত।
'স্বামীর' সন্ধান চেয়ে ওই তরুণী ১ আগস্ট ঢাকার ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সন্ধান না পেয়ে ১৭ আগস্ট স্বামী দেলোয়ারের বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন।
এদিকে দেলোয়ার হোসেনের পরিবারের দাবি, ছেলে কোথায় আছে তাঁরা জানেন না। অন্যদিকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বলেন, দেলোয়ার হোসেন সৈকত ওই তরুণীকে আদালতে মাধ্যমে তালাক দিয়ে ২০-২৫ দিন আগে সৌদি আরব চলে গেছেন।

নেত্রকোনার মদনে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনরত সেই তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে 'স্বামীর' পরিবারের বিরুদ্ধে। চার দিন অনশনের পর মারধরে আহত ওই তরুণীকে শনিবার (২১ আগস্ট) বিকেলে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিফাত সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন করার পর থেকে স্বামীর পরিবারের লোকজন তাকে দফায় দফায় নির্যাতন করছে। সে ওই বাড়িতে যাওয়ার পর থেকে ওই ঘরে রান্না পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে স্বামীর ছোট ভাই শামীম, বোন সানিয়া ও তার মা দেলয়ারা তাঁকে মারপিট করেন। অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করেন। আজ থানায় মামলা করবেন বলেও উল্লেখ করেন এ তরুণী।
তরুণী আরও বলেন, 'আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলেন না। সুস্থ হলে আবার আমি স্বামীর বাড়িতে অনশন করে আত্মহত্যা করব।'
এ বিষয়ে তরুণীর 'স্বামী' দেলোয়ার হোসেন সৈকতের বাবা হারেস মিয়া জানান, শনিবার সকালে আমি বাড়িতে ছিলাম না। আমার মেয়ে ফোন করে বলল মেয়েটা (তরুণী) ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তবে মারপিটের বিষয়টি তিনি অস্বীকার করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রায় ৩ বছর আগে রুদ্রশ্রী গ্রামের হারেস মিয়ার ছেলে সৈকতের সঙ্গে একই এলাকার ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২০ সালের ২৮ নভেম্বর ঢাকার নোটারি পাবলিক আদালতে বিয়ে করেন। একই তারিখে নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। ছেলের পরিবারের লোকজন এ বিয়ে মেনে না নেওয়ায় তাঁরা ঢাকায় বসবাস করেন। তবে ২০২১ সালের ৫ জুলাই ওই তরুণীকে ভাড়া বাসায় রেখে নিখোঁজ হন দেলায়ার হোসেন সৈকত।
'স্বামীর' সন্ধান চেয়ে ওই তরুণী ১ আগস্ট ঢাকার ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সন্ধান না পেয়ে ১৭ আগস্ট স্বামী দেলোয়ারের বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন।
এদিকে দেলোয়ার হোসেনের পরিবারের দাবি, ছেলে কোথায় আছে তাঁরা জানেন না। অন্যদিকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বলেন, দেলোয়ার হোসেন সৈকত ওই তরুণীকে আদালতে মাধ্যমে তালাক দিয়ে ২০-২৫ দিন আগে সৌদি আরব চলে গেছেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে