সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।'
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।'

মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।'
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।'

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৮ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২৪ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে