খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকের এস এম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট। আর লাঙ্গলের প্রার্থী পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
গত মেয়াদে সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তালুকদার আবদুল খালেক। ১৯৭৭ সাল থেকে টানা জনপ্রতিনিধিত্ব করে আসছেন তিনি। ৪৬ বছরের রাজনৈতিক জীবনে ২০১৩ সালে হার ছাড়া প্রতিবারই জয়ী হয়েছেন। এবার এই জনপ্রতিনিধি ৫০ বছরের মাইলফলক ছুঁলেন।
তবে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইভিএম নিয়ে সমস্যার কথা বলে তাঁরা ফলাফল প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন প্রার্থী আবদুল আওয়াল। নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে সিইসির পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু।
এদিকে ৩১টি ওয়ার্ডে ৩০টিতে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জয় লাভ করেছেন। একটিতে জামায়াত নেতা জয়লাভ করেছেন।
পুরো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে। গাজীপুর থেকে কম সময়ে এখানে ফলাফল ঘোষণা করা হয়। খুলনা নগরীর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ২৮৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন। ১৯৭ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর তালুকদার আবদুল খালেক উপস্থিত হন অডিটরিয়ামে।
সকাল ৮টা থেকে শুরু হয় ভোটদান, নিরবচ্ছিন্নভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে কিছু কেন্দ্রে ভোটারদের লাইন ভেতরে অবস্থান করায় সেসব কেন্দ্রে ভোট শেষ হতে কিছুটা দেরি হয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে