সাতক্ষীরা প্রতিনিধি
প্রতারণার ফাঁদে ফেলে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে ৫ লাখ টাকা দাবি করে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ৫ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়। সেই মামলার (জিআর-১৬২/২৫) বাদীর বিরুদ্ধে ধর্ষণ ও সাক্ষীদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের এক নারী।
বিচারক মোছা. মাফরোজা পারভিন মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন ৫ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার বাদী ও কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের রিপনুজ্জামান রিপন, মামলার সাক্ষী গণপতি গ্রামের শহীদুল ইসলাম, সাক্ষী কালীগঞ্জের বাস টার্মিনাল এলাকার হাবিবুল্লাহ ও সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের শেখ মেহেদী হাসান।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ১ নম্বর আসামি রিপনুজ্জামান রিপনের সঙ্গে বাদীর মোবাইল ফোনে পরিচয় হয়। ১ এপ্রিল বিকেল ৫টার দিকে আসামি রিপনুজ্জামান তাঁকে কাটিয়া সরকারপাড়ার আশরাফ হোসেনের বাড়ির ভাড়া করা বাসায় ডেকে নেন। সেখানে সব আসামি তাঁর মুখ চেপে ধরেন। ২ নম্বর আসামি তাঁর শরীরের কাপড় খুলে ফেলেন। আসামি হাবিবুল্লাহ ও মেহেদী তাঁর দুই হাত চেপে ধরেন। আসামি রিপন তাঁকে ধর্ষণ করার পর অপর তিন আসামি ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার করলে আসামিরা তাঁর কাছ থেকে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষী করা হয় বাবলুর রহমান, ফজর আলী ও আব্দুল কাইয়ুমকে।
বাদীর আইনজীবী নুরুল আমিন জানান, বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতারণার ফাঁদে ফেলে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে ৫ লাখ টাকা দাবি করে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ৫ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়। সেই মামলার (জিআর-১৬২/২৫) বাদীর বিরুদ্ধে ধর্ষণ ও সাক্ষীদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের এক নারী।
বিচারক মোছা. মাফরোজা পারভিন মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন ৫ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার বাদী ও কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের রিপনুজ্জামান রিপন, মামলার সাক্ষী গণপতি গ্রামের শহীদুল ইসলাম, সাক্ষী কালীগঞ্জের বাস টার্মিনাল এলাকার হাবিবুল্লাহ ও সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের শেখ মেহেদী হাসান।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ১ নম্বর আসামি রিপনুজ্জামান রিপনের সঙ্গে বাদীর মোবাইল ফোনে পরিচয় হয়। ১ এপ্রিল বিকেল ৫টার দিকে আসামি রিপনুজ্জামান তাঁকে কাটিয়া সরকারপাড়ার আশরাফ হোসেনের বাড়ির ভাড়া করা বাসায় ডেকে নেন। সেখানে সব আসামি তাঁর মুখ চেপে ধরেন। ২ নম্বর আসামি তাঁর শরীরের কাপড় খুলে ফেলেন। আসামি হাবিবুল্লাহ ও মেহেদী তাঁর দুই হাত চেপে ধরেন। আসামি রিপন তাঁকে ধর্ষণ করার পর অপর তিন আসামি ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার করলে আসামিরা তাঁর কাছ থেকে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষী করা হয় বাবলুর রহমান, ফজর আলী ও আব্দুল কাইয়ুমকে।
বাদীর আইনজীবী নুরুল আমিন জানান, বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৩ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৪ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে