খুলনা প্রতিনিধি

নাশকতা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ দলের ৬৪ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। ফলে মামলাটির বেঁচে থাকা আসামিদের সবাই খালাস পেয়েছেন। আজ সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুয়েল রানা এই রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন। রায় ঘোষণার সময় মঞ্জুর সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানা-পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনির মাঠ থেকে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস, নাশকতার উদ্দেশ্যে বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লোহার রড, বাঁশের লাঠি ও ইটের টুকরা নিয়ে বেতার কেন্দ্রের দিকে যাচ্ছেন। ওই দিন রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লোহার রড, বাঁশের লাঠি এবং ইটের টুকরা জব্দ করে।
এ ঘটনায় ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস বাদী হয়ে ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম বাবু, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ২০১৯ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই পল্লব কুমার সরকার ৭০ জন আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বিভিন্ন সময় ছয়জন আসামির মৃত্যু হয়।
মামলার রায়ের প্রতিক্রিয়ায় সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে খুলনাসহ সারা দেশে একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন চলমান ছিল। রাত সাড়ে ৯টার দিকে আমাদের একটি মিছিল শিববাড়ি মোড় হয়ে শেখপাড়ার দিকে যাচ্ছিল। সরকারপক্ষ আন্দোলন দমানোর জন্য বিভিন্ন স্থানে ভাঙচুর করে আমাদের দলীয় নেতা-কর্মীদের ওপর দোষ চাপিয়ে দেয়। এটি পুলিশের একটি বানানো মিথ্যা মামলা। আজকে এ রায়ের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

নাশকতা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ দলের ৬৪ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। ফলে মামলাটির বেঁচে থাকা আসামিদের সবাই খালাস পেয়েছেন। আজ সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুয়েল রানা এই রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন। রায় ঘোষণার সময় মঞ্জুর সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানা-পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনির মাঠ থেকে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস, নাশকতার উদ্দেশ্যে বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লোহার রড, বাঁশের লাঠি ও ইটের টুকরা নিয়ে বেতার কেন্দ্রের দিকে যাচ্ছেন। ওই দিন রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লোহার রড, বাঁশের লাঠি এবং ইটের টুকরা জব্দ করে।
এ ঘটনায় ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস বাদী হয়ে ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম বাবু, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ২০১৯ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই পল্লব কুমার সরকার ৭০ জন আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বিভিন্ন সময় ছয়জন আসামির মৃত্যু হয়।
মামলার রায়ের প্রতিক্রিয়ায় সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে খুলনাসহ সারা দেশে একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন চলমান ছিল। রাত সাড়ে ৯টার দিকে আমাদের একটি মিছিল শিববাড়ি মোড় হয়ে শেখপাড়ার দিকে যাচ্ছিল। সরকারপক্ষ আন্দোলন দমানোর জন্য বিভিন্ন স্থানে ভাঙচুর করে আমাদের দলীয় নেতা-কর্মীদের ওপর দোষ চাপিয়ে দেয়। এটি পুলিশের একটি বানানো মিথ্যা মামলা। আজকে এ রায়ের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে