মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সে ২০২১ সালে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাছান।
সম্প্রতি বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা।
ড. মাহমুদুল হাছান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর গবেষণার আগ্রহ বিষয় হচ্ছে জীব-বৈচিত্র্য এবং মাছের পদ্ধতিগত বিবর্তন। র্যাঙ্কিংয়ে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জনের নাম আসে। এর মধ্যে এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন এবং বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।
র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে ড. মাহমুদুল হাছানের অবস্থান ১ হাজার ৪৩১ তম। আর এশিয়ায় এক লাখ ২০ হাজার ২৮৯ এবং বিশ্বে ৫ লাখ ১১ হাজার ৩২৬ তম অবস্থানে রয়েছেন তিনি। ড. মাহমুদুল হাছান বলেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বেশ গৌরবের। এতে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হয়ে উঠেছে।
এ দিকে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নেওয়ায় ড. মাহমুদুল হাছানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মান্নান।

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সে ২০২১ সালে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাছান।
সম্প্রতি বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা।
ড. মাহমুদুল হাছান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর গবেষণার আগ্রহ বিষয় হচ্ছে জীব-বৈচিত্র্য এবং মাছের পদ্ধতিগত বিবর্তন। র্যাঙ্কিংয়ে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জনের নাম আসে। এর মধ্যে এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন এবং বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।
র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে ড. মাহমুদুল হাছানের অবস্থান ১ হাজার ৪৩১ তম। আর এশিয়ায় এক লাখ ২০ হাজার ২৮৯ এবং বিশ্বে ৫ লাখ ১১ হাজার ৩২৬ তম অবস্থানে রয়েছেন তিনি। ড. মাহমুদুল হাছান বলেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বেশ গৌরবের। এতে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হয়ে উঠেছে।
এ দিকে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নেওয়ায় ড. মাহমুদুল হাছানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মান্নান।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৫ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২১ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে