বিশেষ প্রতিনিধি, ঢাকা

গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবির মুখে নাম পরিবর্তন করতে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে আন্তমন্ত্রণালয় কমিটি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রথমবার পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর পরিবর্তে জেলার নামে নামকরণ হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। কিন্তু নাম আবার পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপিও দেন। ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নামের সঙ্গে জেলার নাম গাজীপুর শব্দ জুড়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির নামকরণ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বীকৃতিতে অসুবিধাজনক হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ১৯ মে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সেখানে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সুপারিশসহ নতুন করে চারটি নাম ঠিক করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্স টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এই চারটির মধ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ নামকরণ করা যেতে পারে বলে মত দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এরপর গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন সংশোধন করতে নতুন খসড়া করেছে এই বিভাগ। আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটি ২৬ জুন খসড়াটি অনুমোদন করেছে। উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন করলে বিশ্ববিদ্যালয়টির নাম দ্বিতীয়বারের মতো পরিবর্তন হবে।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তৎকালীন সরকার। লক্ষ্য ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রেখে দেশে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, নতুন প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক জ্ঞান চর্চার মাধ্যমে জাতীয় জীবনের উৎকর্ষ সাধন।

গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবির মুখে নাম পরিবর্তন করতে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে আন্তমন্ত্রণালয় কমিটি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রথমবার পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর পরিবর্তে জেলার নামে নামকরণ হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। কিন্তু নাম আবার পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপিও দেন। ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নামের সঙ্গে জেলার নাম গাজীপুর শব্দ জুড়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির নামকরণ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বীকৃতিতে অসুবিধাজনক হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ১৯ মে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সেখানে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সুপারিশসহ নতুন করে চারটি নাম ঠিক করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্স টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এই চারটির মধ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ নামকরণ করা যেতে পারে বলে মত দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এরপর গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন সংশোধন করতে নতুন খসড়া করেছে এই বিভাগ। আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটি ২৬ জুন খসড়াটি অনুমোদন করেছে। উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন করলে বিশ্ববিদ্যালয়টির নাম দ্বিতীয়বারের মতো পরিবর্তন হবে।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তৎকালীন সরকার। লক্ষ্য ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রেখে দেশে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, নতুন প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক জ্ঞান চর্চার মাধ্যমে জাতীয় জীবনের উৎকর্ষ সাধন।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৭ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৪১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে