ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ‘ক্ষণিকা’ বাসের ধাক্কায় মোহাম্মদ আলামিন টুটুল (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তেজগাঁও থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাসের চালক বজলুর রহমানকে তেজগাঁও থানা পুলিশ আটক করেছে বলেও জানান হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, 'বাসটির ধাক্কায় মোহাম্মদ আলামিন পায়ে ও মাথায় আঘাত পান। কয়েক হাসপাতাল ঘুরে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের আত্মীয়রা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।'
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ফার্মগেট বিজয় সরণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিজয় সরণির আওলাদ হোসেন মার্কেটে অবস্থিত সিএসএল নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আলামিন টুটুল।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো প্রায়ই রং সাইড দিয়ে যাতায়াত করে। ক্ষণিকা বাসটি ফার্মগেট থেকে রং সাইড দিয়েই বিজয় সরণির দিকে এগোচ্ছিল। চালককে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত কারো করেননি। রং সাইড দিয়ে বাস চালানোর কারণেই ওই পথচারীর মৃত্যু হলো।
ক্ষণিকা বাসে যাচ্ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমদাদুল আজাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিকেল ৪টায় বাসটি বিশ্ববিদ্যালয়ের কার্জন হল-টিএসসি-শাহবাগ-ইস্কাটন-মগবাজার ফ্লাইওভার-কাওরানবাজার-ফার্মগেট-বিজয় সরণি-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রুট ব্যবহার করছিল। সাধারণত অন্যান্য দিন প্রায় ৪০ মিনিটে মহাখালী পৌঁছাত এই রুটের বাসগুলো। তবে অতিরিক্ত জ্যামের কারণে এ দিন ফার্মগেট আসতেই প্রায় ৫০ মিনিট লেগে যায়। এই কারণে ফার্মগেটের পরে ড্রাইভার রং সাইডে যেতে শুরু করেন এবং বিজয় সরণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে আলামিন টুটুলকে ধাক্কা দেয়।
তিনি আরো বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও টুটুলের সহকর্মীরা মিলে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢামেকে আনা হলে কিছু টেস্ট করিয়ে আইসিইউতে রাখতে বলেন চিকিৎসক।
কিন্তু ঢামেকে আইসিইউ খালি না থাকায় মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়'
উল্লেখ্য, ঢাকা মেট্রো-ব ১৫-৬২০৩ নম্বরের বিআরটিসির দ্বিতল বাসটি (ক্ষণিকা) ভাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ‘ক্ষণিকা’ বাসের ধাক্কায় মোহাম্মদ আলামিন টুটুল (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তেজগাঁও থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাসের চালক বজলুর রহমানকে তেজগাঁও থানা পুলিশ আটক করেছে বলেও জানান হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, 'বাসটির ধাক্কায় মোহাম্মদ আলামিন পায়ে ও মাথায় আঘাত পান। কয়েক হাসপাতাল ঘুরে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের আত্মীয়রা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।'
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ফার্মগেট বিজয় সরণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিজয় সরণির আওলাদ হোসেন মার্কেটে অবস্থিত সিএসএল নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আলামিন টুটুল।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো প্রায়ই রং সাইড দিয়ে যাতায়াত করে। ক্ষণিকা বাসটি ফার্মগেট থেকে রং সাইড দিয়েই বিজয় সরণির দিকে এগোচ্ছিল। চালককে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত কারো করেননি। রং সাইড দিয়ে বাস চালানোর কারণেই ওই পথচারীর মৃত্যু হলো।
ক্ষণিকা বাসে যাচ্ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমদাদুল আজাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিকেল ৪টায় বাসটি বিশ্ববিদ্যালয়ের কার্জন হল-টিএসসি-শাহবাগ-ইস্কাটন-মগবাজার ফ্লাইওভার-কাওরানবাজার-ফার্মগেট-বিজয় সরণি-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রুট ব্যবহার করছিল। সাধারণত অন্যান্য দিন প্রায় ৪০ মিনিটে মহাখালী পৌঁছাত এই রুটের বাসগুলো। তবে অতিরিক্ত জ্যামের কারণে এ দিন ফার্মগেট আসতেই প্রায় ৫০ মিনিট লেগে যায়। এই কারণে ফার্মগেটের পরে ড্রাইভার রং সাইডে যেতে শুরু করেন এবং বিজয় সরণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে আলামিন টুটুলকে ধাক্কা দেয়।
তিনি আরো বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও টুটুলের সহকর্মীরা মিলে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢামেকে আনা হলে কিছু টেস্ট করিয়ে আইসিইউতে রাখতে বলেন চিকিৎসক।
কিন্তু ঢামেকে আইসিইউ খালি না থাকায় মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়'
উল্লেখ্য, ঢাকা মেট্রো-ব ১৫-৬২০৩ নম্বরের বিআরটিসির দ্বিতল বাসটি (ক্ষণিকা) ভাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করত।

যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
৬ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে