নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও জামায়াতের চলমান আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের চাপ বেড়েছে। কারাগারটিতে গত এক সপ্তাহ ধরে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় মামলা হয়েছে, আরও মামলা হবে। জড়িতদের গ্রেপ্তার অভিযানও অব্যাহত থাকবে।
কারা কর্তৃপক্ষ বলছে, পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে কারাগারে বন্দীর সংখ্যা আরও বাড়বে। আজ রোববারও সারা দেশে ১ হাজার ৩০০ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানিয়েছে, কারাগারটিতে বর্তমানে ১১ হাজার ২০৬ জন বন্দী রয়েছে। কারাগারটির ধারণ ক্ষমতা ৪ হাজার ৫৯০ জন বন্দী। অর্থাৎ কারাগারটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী রয়েছে। এত বন্দী সামলা দিতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ।
গতকাল শনিবার ঢাকায় বিএনপির ৮৪১ জন নেতা কর্মী গ্রেপ্তার হয়, আর রোববার বিকেল পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৯৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার হরতাল শেষে বিএনপি আগামী মঙ্গলবার থেকে সারা দেশে ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। অবরোধের সময় ধরপাকড় বাড়লে বন্দীর সংখ্যা আরও বাড়বে বলে কারা কর্তৃপক্ষের আশঙ্কা।
গতকাল শনিবারের সংঘর্ষের ঘটনায় ঢাকায় ২৮টি মামলা হয়েছে। এ সকল মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ জ্ঞাত অজ্ঞাত কয়েক হাজার আসামি করা হয়েছে।
কারাসূত্রটি জানিয়েছে, স্বাভাবিক সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৭ থেকে ৮ হাজার বন্দী থাকে। তবে বর্তমানে তিন থেকে চার হাজার বন্দী বেশি রয়েছে।
রোববার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সোহান নামে এক যুবক। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সোহান বলেন, ‘কারাগারে তিল ধারণের জায়গা নেই। খুবই গাদাগাদি করে থাকতে হয়।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘বন্দী বেশি হলেও কারাগারে বন্দীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমাদের বিভিন্ন ধরনের তৎপরতা রয়েছে।’

বিএনপি ও জামায়াতের চলমান আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের চাপ বেড়েছে। কারাগারটিতে গত এক সপ্তাহ ধরে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় মামলা হয়েছে, আরও মামলা হবে। জড়িতদের গ্রেপ্তার অভিযানও অব্যাহত থাকবে।
কারা কর্তৃপক্ষ বলছে, পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে কারাগারে বন্দীর সংখ্যা আরও বাড়বে। আজ রোববারও সারা দেশে ১ হাজার ৩০০ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানিয়েছে, কারাগারটিতে বর্তমানে ১১ হাজার ২০৬ জন বন্দী রয়েছে। কারাগারটির ধারণ ক্ষমতা ৪ হাজার ৫৯০ জন বন্দী। অর্থাৎ কারাগারটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী রয়েছে। এত বন্দী সামলা দিতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ।
গতকাল শনিবার ঢাকায় বিএনপির ৮৪১ জন নেতা কর্মী গ্রেপ্তার হয়, আর রোববার বিকেল পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৯৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার হরতাল শেষে বিএনপি আগামী মঙ্গলবার থেকে সারা দেশে ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। অবরোধের সময় ধরপাকড় বাড়লে বন্দীর সংখ্যা আরও বাড়বে বলে কারা কর্তৃপক্ষের আশঙ্কা।
গতকাল শনিবারের সংঘর্ষের ঘটনায় ঢাকায় ২৮টি মামলা হয়েছে। এ সকল মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ জ্ঞাত অজ্ঞাত কয়েক হাজার আসামি করা হয়েছে।
কারাসূত্রটি জানিয়েছে, স্বাভাবিক সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৭ থেকে ৮ হাজার বন্দী থাকে। তবে বর্তমানে তিন থেকে চার হাজার বন্দী বেশি রয়েছে।
রোববার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সোহান নামে এক যুবক। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সোহান বলেন, ‘কারাগারে তিল ধারণের জায়গা নেই। খুবই গাদাগাদি করে থাকতে হয়।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘বন্দী বেশি হলেও কারাগারে বন্দীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমাদের বিভিন্ন ধরনের তৎপরতা রয়েছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে