ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের অমুসলিম আবাসিক ছাত্রীদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থনা কক্ষটি উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা। এ সময় হলটির বিভিন্ন ধর্মের শিক্ষার্থী, আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রার্থনা কক্ষটি বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন হলটির সিনিয়র আবাসিক শিক্ষক নমিতা মণ্ডল, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা।
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় বিগ্রহ প্রতিষ্ঠা ও পূজার আয়োজন করা হবে। এরপর থেকে নিয়মিত প্রার্থনা করতে পারবে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীরা।
অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, ‘আজকে রোকেয়া হল পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ আমরা সনাতন ধর্মাবলম্বীদের বহু আকাঙ্ক্ষিত এই প্রার্থনা কক্ষটি উদ্বোধন করতে পেরেছি। এই প্রার্থনা কক্ষটি উদ্বোধনের ফলে এখানে সম্প্রীতির একটি বার্তা দেয়। ধর্মনিরপেক্ষতার একটি ইঙ্গিত দেয়। এতে করে হলে অবস্থিত সব ধর্মের ছাত্রীদের ধর্ম পালনের পূর্ণাঙ্গ সুযোগ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় আমাদের আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’
প্রার্থনা কক্ষটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন হলটির অমুসলিম ছাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমুসলিম শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রার্থনা কক্ষের জন্য ২০১৯ সালে ২৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর প্রথম দাবি উত্থাপন করা হয়। দ্বিতীয়বারের মতো চলতি বছরের জানুয়ারিতে ছাত্রী হলগুলোতে প্রার্থনা কক্ষের আবেদন জানালে এ বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গত ১৮ এপ্রিল এবং শামসুন নাহার হলে গত ৫ জুন প্রার্থনা কক্ষ উদ্বোধন করা হয়।
কবি সুফিয়া কামাল হলে আগামী ৩১ জুলাই প্রার্থনা কক্ষ উদ্বোধন করার কথা রয়েছে। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আলাদা কক্ষের সংকট থাকায় নতুন করে প্রার্থনা কক্ষের নির্মাণকাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের অমুসলিম আবাসিক ছাত্রীদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থনা কক্ষটি উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা। এ সময় হলটির বিভিন্ন ধর্মের শিক্ষার্থী, আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রার্থনা কক্ষটি বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন হলটির সিনিয়র আবাসিক শিক্ষক নমিতা মণ্ডল, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা।
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় বিগ্রহ প্রতিষ্ঠা ও পূজার আয়োজন করা হবে। এরপর থেকে নিয়মিত প্রার্থনা করতে পারবে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীরা।
অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, ‘আজকে রোকেয়া হল পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ আমরা সনাতন ধর্মাবলম্বীদের বহু আকাঙ্ক্ষিত এই প্রার্থনা কক্ষটি উদ্বোধন করতে পেরেছি। এই প্রার্থনা কক্ষটি উদ্বোধনের ফলে এখানে সম্প্রীতির একটি বার্তা দেয়। ধর্মনিরপেক্ষতার একটি ইঙ্গিত দেয়। এতে করে হলে অবস্থিত সব ধর্মের ছাত্রীদের ধর্ম পালনের পূর্ণাঙ্গ সুযোগ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় আমাদের আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’
প্রার্থনা কক্ষটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন হলটির অমুসলিম ছাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমুসলিম শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রার্থনা কক্ষের জন্য ২০১৯ সালে ২৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর প্রথম দাবি উত্থাপন করা হয়। দ্বিতীয়বারের মতো চলতি বছরের জানুয়ারিতে ছাত্রী হলগুলোতে প্রার্থনা কক্ষের আবেদন জানালে এ বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গত ১৮ এপ্রিল এবং শামসুন নাহার হলে গত ৫ জুন প্রার্থনা কক্ষ উদ্বোধন করা হয়।
কবি সুফিয়া কামাল হলে আগামী ৩১ জুলাই প্রার্থনা কক্ষ উদ্বোধন করার কথা রয়েছে। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আলাদা কক্ষের সংকট থাকায় নতুন করে প্রার্থনা কক্ষের নির্মাণকাজ চলছে।

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৫ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৬ মিনিট আগে