নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ কথা বলেন। নিজস্ব গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থার তথ্য বিশ্লেষণ করে অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে অনুমতি দিতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মো. ফারুক হোসেন। তিনি বলেছেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তাঁরা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’
বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কত দিন লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. ফারুক হোসেন বলেন, ‘তাঁরা আজকে আবেদন করেছেন, আমরা বিবেচনা করব। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের অফিশিয়াল আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানানো হবে।
মো. ফারুক হোসেন আরও বলেছেন, ‘আমরা লিখিত দরখাস্ত পেয়েছি। এখন সেটি বিবেচনা করে দেখব, অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব, কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা।’
সমাবেশের অনুমতির প্রসঙ্গ ছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে আর কি কি বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন জানতে চাইলে ফারুক হোসেন বলেন, ‘অনুমতির বাইরে বিএনপির পক্ষ থেকে সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপিকে অনুরোধ করেছেন তাঁরা। আলোচনায় ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন, অনুমতি পেলে তাদের সমাবেশ স্থলের যত ধরনের নিরাপত্তা দরকার তা ডিএমপির পক্ষ থেকে দেওয়া হবে।’
মামলা বা অভিযোগের বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়টি অস্বীকার করে ফারুক হোসেন বলেন, ‘তাঁরা (বিএনপির নেতারা) কমিশনারকে এমন একটি বিষয় বলেছেন। তবে আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ রকম কাউকে গ্রেপ্তার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে এ রকম কোনো গ্রেপ্তার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব, গ্রেপ্তার করব।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ কথা বলেন। নিজস্ব গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থার তথ্য বিশ্লেষণ করে অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে অনুমতি দিতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মো. ফারুক হোসেন। তিনি বলেছেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তাঁরা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’
বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কত দিন লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. ফারুক হোসেন বলেন, ‘তাঁরা আজকে আবেদন করেছেন, আমরা বিবেচনা করব। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের অফিশিয়াল আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানানো হবে।
মো. ফারুক হোসেন আরও বলেছেন, ‘আমরা লিখিত দরখাস্ত পেয়েছি। এখন সেটি বিবেচনা করে দেখব, অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব, কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা।’
সমাবেশের অনুমতির প্রসঙ্গ ছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে আর কি কি বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন জানতে চাইলে ফারুক হোসেন বলেন, ‘অনুমতির বাইরে বিএনপির পক্ষ থেকে সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপিকে অনুরোধ করেছেন তাঁরা। আলোচনায় ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন, অনুমতি পেলে তাদের সমাবেশ স্থলের যত ধরনের নিরাপত্তা দরকার তা ডিএমপির পক্ষ থেকে দেওয়া হবে।’
মামলা বা অভিযোগের বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়টি অস্বীকার করে ফারুক হোসেন বলেন, ‘তাঁরা (বিএনপির নেতারা) কমিশনারকে এমন একটি বিষয় বলেছেন। তবে আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ রকম কাউকে গ্রেপ্তার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে এ রকম কোনো গ্রেপ্তার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব, গ্রেপ্তার করব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে