নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাখালীর আবাসিক এলাকার (ডিওএইচএস) ভেতরে তামাক কোম্পানির কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) আপিল খারিজ করে দিয়েছেন। এই রায়ের ফলে আবাসিক এলাকায় তামাক কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ হলো। এই রায়কে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তামাকবিরোধী জোট এ তথ্য জানিয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের এই রায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় একটি ‘ঐতিহাসিক মাইলফলক’। এই রায়কে সাধুবাদ জানিয়ে তারা মনে করে, এটি তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে দেবে। দ্রুত এই রায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলেও তারা উল্লেখ করেছে।
তামাকবিরোধী জোট আরও দাবি করেছে, শুধু ঢাকা শহর নয়, পর্যায়ক্রমে সারা দেশের সব আবাসিক এলাকায় থাকা তামাক কারখানাগুলো সরানোর উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের তামাকবিরোধী এবং পরিবেশবাদী সংগঠনগুলো আবাসিক এলাকা থেকে ক্ষতিকর তামাক কারখানা অপসারণ এবং জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে আসছে। তামাক কোম্পানিগুলো ক্রমাগত আইন ভঙ্গ করে রাষ্ট্রের আইনের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে এবং নীতিতে প্রভাব বিস্তারের মতো বিভিন্ন হয়রানিমূলক কাজ করে যাচ্ছে। এসব কাজ জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ইতিবাচক প্রচেষ্টার পরিপন্থী।
বাংলাদেশ তামাকবিরোধী জোট মনে করে, তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করে এ ধরনের অনৈতিক ও আইনবিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে, অবিলম্বে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে আবার ‘লাল’ শ্রেণিভুক্ত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাখালীর আবাসিক এলাকার (ডিওএইচএস) ভেতরে তামাক কোম্পানির কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) আপিল খারিজ করে দিয়েছেন। এই রায়ের ফলে আবাসিক এলাকায় তামাক কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ হলো। এই রায়কে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তামাকবিরোধী জোট এ তথ্য জানিয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের এই রায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় একটি ‘ঐতিহাসিক মাইলফলক’। এই রায়কে সাধুবাদ জানিয়ে তারা মনে করে, এটি তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে দেবে। দ্রুত এই রায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলেও তারা উল্লেখ করেছে।
তামাকবিরোধী জোট আরও দাবি করেছে, শুধু ঢাকা শহর নয়, পর্যায়ক্রমে সারা দেশের সব আবাসিক এলাকায় থাকা তামাক কারখানাগুলো সরানোর উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের তামাকবিরোধী এবং পরিবেশবাদী সংগঠনগুলো আবাসিক এলাকা থেকে ক্ষতিকর তামাক কারখানা অপসারণ এবং জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে আসছে। তামাক কোম্পানিগুলো ক্রমাগত আইন ভঙ্গ করে রাষ্ট্রের আইনের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে এবং নীতিতে প্রভাব বিস্তারের মতো বিভিন্ন হয়রানিমূলক কাজ করে যাচ্ছে। এসব কাজ জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ইতিবাচক প্রচেষ্টার পরিপন্থী।
বাংলাদেশ তামাকবিরোধী জোট মনে করে, তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করে এ ধরনের অনৈতিক ও আইনবিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে, অবিলম্বে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে আবার ‘লাল’ শ্রেণিভুক্ত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩৪ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৪০ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে