নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাখালীর আবাসিক এলাকার (ডিওএইচএস) ভেতরে তামাক কোম্পানির কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) আপিল খারিজ করে দিয়েছেন। এই রায়ের ফলে আবাসিক এলাকায় তামাক কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ হলো। এই রায়কে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তামাকবিরোধী জোট এ তথ্য জানিয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের এই রায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় একটি ‘ঐতিহাসিক মাইলফলক’। এই রায়কে সাধুবাদ জানিয়ে তারা মনে করে, এটি তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে দেবে। দ্রুত এই রায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলেও তারা উল্লেখ করেছে।
তামাকবিরোধী জোট আরও দাবি করেছে, শুধু ঢাকা শহর নয়, পর্যায়ক্রমে সারা দেশের সব আবাসিক এলাকায় থাকা তামাক কারখানাগুলো সরানোর উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের তামাকবিরোধী এবং পরিবেশবাদী সংগঠনগুলো আবাসিক এলাকা থেকে ক্ষতিকর তামাক কারখানা অপসারণ এবং জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে আসছে। তামাক কোম্পানিগুলো ক্রমাগত আইন ভঙ্গ করে রাষ্ট্রের আইনের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে এবং নীতিতে প্রভাব বিস্তারের মতো বিভিন্ন হয়রানিমূলক কাজ করে যাচ্ছে। এসব কাজ জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ইতিবাচক প্রচেষ্টার পরিপন্থী।
বাংলাদেশ তামাকবিরোধী জোট মনে করে, তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করে এ ধরনের অনৈতিক ও আইনবিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে, অবিলম্বে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে আবার ‘লাল’ শ্রেণিভুক্ত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাখালীর আবাসিক এলাকার (ডিওএইচএস) ভেতরে তামাক কোম্পানির কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) আপিল খারিজ করে দিয়েছেন। এই রায়ের ফলে আবাসিক এলাকায় তামাক কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ হলো। এই রায়কে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তামাকবিরোধী জোট এ তথ্য জানিয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের এই রায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় একটি ‘ঐতিহাসিক মাইলফলক’। এই রায়কে সাধুবাদ জানিয়ে তারা মনে করে, এটি তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে দেবে। দ্রুত এই রায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলেও তারা উল্লেখ করেছে।
তামাকবিরোধী জোট আরও দাবি করেছে, শুধু ঢাকা শহর নয়, পর্যায়ক্রমে সারা দেশের সব আবাসিক এলাকায় থাকা তামাক কারখানাগুলো সরানোর উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের তামাকবিরোধী এবং পরিবেশবাদী সংগঠনগুলো আবাসিক এলাকা থেকে ক্ষতিকর তামাক কারখানা অপসারণ এবং জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে আসছে। তামাক কোম্পানিগুলো ক্রমাগত আইন ভঙ্গ করে রাষ্ট্রের আইনের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে এবং নীতিতে প্রভাব বিস্তারের মতো বিভিন্ন হয়রানিমূলক কাজ করে যাচ্ছে। এসব কাজ জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ইতিবাচক প্রচেষ্টার পরিপন্থী।
বাংলাদেশ তামাকবিরোধী জোট মনে করে, তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করে এ ধরনের অনৈতিক ও আইনবিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে, অবিলম্বে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে আবার ‘লাল’ শ্রেণিভুক্ত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২২ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে