নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুপ্রবেশকারীরা সংগঠনে ঢুকে যেন ছাত্রলীগের বদনাম করতে না পারেন, এ নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সভার পর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে সতর্ক করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে। আওয়ামী লীগ গঠিত হওয়ার আগে ছাত্রলীগ গঠিত হয়েছিল। বয়সে আওয়ামী লীগের চেয়ে ছাত্রলীগ এক বছরের বড়। স্বাধিকার আদায় থেকে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ছাত্রলীগের যে অবদান তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ স্বাধীনতা অর্জনের পরেও ছাত্রলীগ দেশ গঠনে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘ছাত্রলীগের কাছে আমার প্রত্যাশা হচ্ছে ছাত্রলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ছাত্রলীগের মধ্যে যেন কোনো অনুপ্রবেশকারী ঢুকে বদনাম করতে না পারে। যারা চুন থেকে পানি খসলেই কিংবা কিছু হলেই সেটার সাথে ছাত্রলীগে কোনোভাবে এক সময় নাম লিখিয়েছিল কিংবা লেখায়নি, সেই গন্ধ খুঁজে ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করার অপচেষ্টা করে, তাদের সেই মানসিকতা পরিহারের অনুরোধ জানাই।’
সরকার পতন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হুমকির বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুলরা নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সামনে কয়েক শ মানুষ দেখতে অভ্যস্ত ছিলেন। বছরের পর বছর তাই দেখেছেন। এখন বিভিন্ন জেলায় ঘুরে সেখানে বিভিন্ন সমাবেশে আমরা দেখেছি তারা মারামারি করেছেন। মারামারি করে নিজেদের সভা পণ্ড করছেন। বিভিন্ন স্থানে কয়েক শ মানুষ দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা খেই হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সাথেই আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন। নির্বাচনে আসলে সেটা তারা অনুধাবন করতে পারবেন।’

অনুপ্রবেশকারীরা সংগঠনে ঢুকে যেন ছাত্রলীগের বদনাম করতে না পারেন, এ নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সভার পর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে সতর্ক করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে। আওয়ামী লীগ গঠিত হওয়ার আগে ছাত্রলীগ গঠিত হয়েছিল। বয়সে আওয়ামী লীগের চেয়ে ছাত্রলীগ এক বছরের বড়। স্বাধিকার আদায় থেকে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ছাত্রলীগের যে অবদান তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ স্বাধীনতা অর্জনের পরেও ছাত্রলীগ দেশ গঠনে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘ছাত্রলীগের কাছে আমার প্রত্যাশা হচ্ছে ছাত্রলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ছাত্রলীগের মধ্যে যেন কোনো অনুপ্রবেশকারী ঢুকে বদনাম করতে না পারে। যারা চুন থেকে পানি খসলেই কিংবা কিছু হলেই সেটার সাথে ছাত্রলীগে কোনোভাবে এক সময় নাম লিখিয়েছিল কিংবা লেখায়নি, সেই গন্ধ খুঁজে ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করার অপচেষ্টা করে, তাদের সেই মানসিকতা পরিহারের অনুরোধ জানাই।’
সরকার পতন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হুমকির বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুলরা নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সামনে কয়েক শ মানুষ দেখতে অভ্যস্ত ছিলেন। বছরের পর বছর তাই দেখেছেন। এখন বিভিন্ন জেলায় ঘুরে সেখানে বিভিন্ন সমাবেশে আমরা দেখেছি তারা মারামারি করেছেন। মারামারি করে নিজেদের সভা পণ্ড করছেন। বিভিন্ন স্থানে কয়েক শ মানুষ দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা খেই হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সাথেই আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন। নির্বাচনে আসলে সেটা তারা অনুধাবন করতে পারবেন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে