ঢাবি প্রতিনিধি

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেক দিনের। আজকে যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি।’ পরীক্ষার হলে প্রবেশের আগে এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সানজিনা আক্তার। বদরুন্নেসা মহিলা সরকারি কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘একটু পরেই শুরু হবে পরীক্ষা, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। খুবই শঙ্কা, আশার মাঝে রয়েছি। আল্লাহর রহমতে আমি চান্স পাব।’
আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা, অপরাজেয় বাংলা, শ্যাডোসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বই, পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রশ্নব্যাংক, গাইড বই ও সাপ্লিমেন্ট হাতে পড়ছেন। চোখ বুলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। শেষ মুহূর্তে চোখে-মুখে আতঙ্কের ছাপ। অভিভাবকেরা হাতপাখা নিয়ে সন্তানের গায়ে বাতাস করছেন, কপালের ঘাম মুছে দিচ্ছেন। শিক্ষার্থীরা দেখছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন।
ফুয়াদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে কিছু নেই। নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াতে এবং হতাশা থেকে মুক্ত হতেই কারেন্ট আ্যফেয়ার্স হাতে নিয়েছি। এখান থেকে কোনো কিছু কমন আসবে এমনটাও না, তবে নিজেকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে হাতে নিয়েছি।’
সুমাইয়া জাহান নামে আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার পাশে আমার মা আছেন। আমার মাই সকাল থেকে আমাকে নিজ হাতে নাশতা খাওয়ানো থেকে শুরু করে অনেক কাজ করেছেন। আমার কপালে একটু ঘাম হলেই মুছে দিচ্ছেন। সবাই পড়তেছে দেখে অনেক টেনশনে আছি। তাই নিজের ভেতরকার ভয় দূর করতে সাপ্লিমেন্ট হাতে নিয়েছে।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেক দিনের। আজকে যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি।’ পরীক্ষার হলে প্রবেশের আগে এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সানজিনা আক্তার। বদরুন্নেসা মহিলা সরকারি কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘একটু পরেই শুরু হবে পরীক্ষা, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। খুবই শঙ্কা, আশার মাঝে রয়েছি। আল্লাহর রহমতে আমি চান্স পাব।’
আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা, অপরাজেয় বাংলা, শ্যাডোসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বই, পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রশ্নব্যাংক, গাইড বই ও সাপ্লিমেন্ট হাতে পড়ছেন। চোখ বুলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। শেষ মুহূর্তে চোখে-মুখে আতঙ্কের ছাপ। অভিভাবকেরা হাতপাখা নিয়ে সন্তানের গায়ে বাতাস করছেন, কপালের ঘাম মুছে দিচ্ছেন। শিক্ষার্থীরা দেখছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন।
ফুয়াদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে কিছু নেই। নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াতে এবং হতাশা থেকে মুক্ত হতেই কারেন্ট আ্যফেয়ার্স হাতে নিয়েছি। এখান থেকে কোনো কিছু কমন আসবে এমনটাও না, তবে নিজেকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে হাতে নিয়েছি।’
সুমাইয়া জাহান নামে আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার পাশে আমার মা আছেন। আমার মাই সকাল থেকে আমাকে নিজ হাতে নাশতা খাওয়ানো থেকে শুরু করে অনেক কাজ করেছেন। আমার কপালে একটু ঘাম হলেই মুছে দিচ্ছেন। সবাই পড়তেছে দেখে অনেক টেনশনে আছি। তাই নিজের ভেতরকার ভয় দূর করতে সাপ্লিমেন্ট হাতে নিয়েছে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩৪ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে