Ajker Patrika

পরীক্ষার আগে দুই সপ্তাহ রিভিউ ক্লাস নেওয়া হবে: জবি উপাচার্য

প্রতিনিধি
পরীক্ষার আগে দুই সপ্তাহ রিভিউ ক্লাস নেওয়া হবে: জবি উপাচার্য

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী জুনে সশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। তাঁর আগে স্বাস্থ্যবিধি মেনে কমপক্ষে দুই সপ্তাহ রিভিউ ক্লাস হবে। তবে তা কোন নিয়মে নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি, বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে।

আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এসব তথ্য জানান।

জবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হোক এটা আমরা সব সময়ই চাই। এখনতো করোনার প্রকোপ বেড়ে গেছে। সে জন্য আমরা জুনের শেষে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করেছি। বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাসতো অনলাইনে হয়েছে অনেক। পরীক্ষাটা না হলেতো এটার আর রেজাল্ট হলো না। সে জন্য আপাতত আমরা অনলাইন ক্লাস এবং ইন-পার্সন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কামালউদ্দীন আরও বলেন, আগের উপাচার্যের সময় সিদ্ধান্ত ছিল যখনই বিশ্ববিদ্যালয় খুলবে দুই সমাপ্ত রিভিউ ক্লাস নেওয়া হবে। প্রত্যেক ব্যাচ ভিত্তিক ক্লাস নিতে হবে, না হলে ছেলেমেয়েরা কীভাবে পরীক্ষা দেবে। সে সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভাগ ভাগ করে এই সব রিভিউ ক্লাস নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত