নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর জামাতা বেলাল আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লোকাল অফিসের গোডাউন গার্ড মো. সফিউল্লাহ (৫৮) বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন।
আজ শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা।
মামলার এজাহার থেকে জানা যায়, মামলায় সাইফুল আলম (মাসুদ) ওরফে এস আলম (৬৪) এবং তার জামাতা বেলাল আহমেদ (৪৫), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালন মো. আকিজ উদ্দিনসহ ১০ জনের নাম মামলায় উল্লেখ করা হয়। এ ছাড়া আইবিবিএল, এসআইবিএল, এফএসবিএল, ইউনিয়ন ব্যাংকসহ এস আলমের মালিকানাধীন ব্যাংক সমূহের মতিঝিল ও তার আশেপাশের শাখা ও অফিসের কর্মরত পটিয়া থানার কয়েক কর্মকর্তা ও কর্মচারী এবং এসআইবিএলের চেয়ারম্যান বেলাল আহমেদের মালিকানাধীন ইউনিগ্যাস কোম্পানির ঢাকায় কর্মরত পটিয়া থানার কয়েকশ কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ১১ আগস্ট ইসলামী ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে টাকা লুটপাট করার পরিকল্পনা করে এস আলম ও বেলাম আহমেদ। তাদের নির্দেশে ১১-১২ জন এবং অজ্ঞাতনামা এক হাজার জন সশস্ত্র ক্যাডার ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয়ে আসে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপরে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় মো. সফিউল্লাহর বাম হাঁটুর ওপরে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর জামাতা বেলাল আহমেদ (৪৫) সহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেই সফিউল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয় ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলাটি করেন।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর জামাতা বেলাল আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লোকাল অফিসের গোডাউন গার্ড মো. সফিউল্লাহ (৫৮) বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন।
আজ শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা।
মামলার এজাহার থেকে জানা যায়, মামলায় সাইফুল আলম (মাসুদ) ওরফে এস আলম (৬৪) এবং তার জামাতা বেলাল আহমেদ (৪৫), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালন মো. আকিজ উদ্দিনসহ ১০ জনের নাম মামলায় উল্লেখ করা হয়। এ ছাড়া আইবিবিএল, এসআইবিএল, এফএসবিএল, ইউনিয়ন ব্যাংকসহ এস আলমের মালিকানাধীন ব্যাংক সমূহের মতিঝিল ও তার আশেপাশের শাখা ও অফিসের কর্মরত পটিয়া থানার কয়েক কর্মকর্তা ও কর্মচারী এবং এসআইবিএলের চেয়ারম্যান বেলাল আহমেদের মালিকানাধীন ইউনিগ্যাস কোম্পানির ঢাকায় কর্মরত পটিয়া থানার কয়েকশ কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ১১ আগস্ট ইসলামী ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে টাকা লুটপাট করার পরিকল্পনা করে এস আলম ও বেলাম আহমেদ। তাদের নির্দেশে ১১-১২ জন এবং অজ্ঞাতনামা এক হাজার জন সশস্ত্র ক্যাডার ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয়ে আসে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপরে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় মো. সফিউল্লাহর বাম হাঁটুর ওপরে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর জামাতা বেলাল আহমেদ (৪৫) সহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেই সফিউল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয় ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলাটি করেন।

রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা দেশে বিচারব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখে গেছেন; তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই। গতকাল ত্বকী হত্যা মামলার ১০০ কার্যদিবস অতিবাহিত হলেও এখনো তদন্তকারী সংস্থা র্যাব আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি। শেখ হাসিনা শামীম ওসমানকে রক্ষা করার জন্য সাড়ে ১১ বছর বিচারকার্য
৬ মিনিট আগে
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রংপুরে বড় ধরনের জালিয়াতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পুলিশ লাইনসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অসাধু চক্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ময়নামতি স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
১ ঘণ্টা আগে