উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কামরুল নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় পাঁচজন পুলিশ আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। দক্ষিণখানের কোটবাড়ি রেলগেট এলাকার রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মিছির আলী (৬১), আব্দুল্লাহ (৪০), রবিন (২৫), সিরাজুল ইসলাম (৩৫), মো. রনি (২৪), রাসেল মিয়া (৩২)।
কোটবাড়ি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে জানান, রেলগেট চেকপোস্টে গাঁজাসহ কামরুলকে আটক করে পুলিশ। পরে তাকে রেলগেটের পুলিশ বক্সে নিয়ে রাখা হয়। তখন কামরুলের বাবা লস্কর ও তাঁর সহযোগীরা পুলিশ বক্সে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াসিম ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) চারজন কনস্টেবল আহত হোন। পরে হাতকড়াসহ আসামি কামরুলকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণখান থানা-পুলিশ সূত্রে জানা যায়, আহত পাঁচজন পুলিশকে প্রথমে উদ্ধার করে আব্দুল্লাহপুরের আইচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এএসআই ওয়াসিমকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘কোটবাড়ি চেকপোস্টে দুপুরের দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের সিকদারবাড়ী বস্তির মাদক ব্যবসায়ী কামরুলকে পুলিশ চেক করে। তখন চেকে করার সময় তার কাছে গাঁজা পায় পুলিশ। পরে তাকে আটক করার পর পরই তাঁর বাবা লস্করসহ শতাধিক মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ আহত হোন। পরে পুলিশ আত্মরক্ষার্থে হামলাকারীদের উদ্দেশ্যে পাঁচ রাউন্ড গুলি চালায়।’
আফতাব উদ্দিন বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দক্ষিণখান থানার পরিদর্শক জানান, কামরুল ও তাঁর বাবা লস্কর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে উত্তরার বিভিন্ন থানায় একাধিক মাদক রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হবে। একটি মাদক মামলা এবং অপরটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অপরাধে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চেক করার সময় আসামিরা পুলিশের ওপর চড়াও হয়েছিল। এতে এএসআই ওয়াশিম হালকা একটু আহত হয়েছেন। অপরদিকে এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।’

রাজধানীর দক্ষিণখানে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কামরুল নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় পাঁচজন পুলিশ আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। দক্ষিণখানের কোটবাড়ি রেলগেট এলাকার রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মিছির আলী (৬১), আব্দুল্লাহ (৪০), রবিন (২৫), সিরাজুল ইসলাম (৩৫), মো. রনি (২৪), রাসেল মিয়া (৩২)।
কোটবাড়ি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে জানান, রেলগেট চেকপোস্টে গাঁজাসহ কামরুলকে আটক করে পুলিশ। পরে তাকে রেলগেটের পুলিশ বক্সে নিয়ে রাখা হয়। তখন কামরুলের বাবা লস্কর ও তাঁর সহযোগীরা পুলিশ বক্সে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াসিম ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) চারজন কনস্টেবল আহত হোন। পরে হাতকড়াসহ আসামি কামরুলকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণখান থানা-পুলিশ সূত্রে জানা যায়, আহত পাঁচজন পুলিশকে প্রথমে উদ্ধার করে আব্দুল্লাহপুরের আইচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এএসআই ওয়াসিমকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘কোটবাড়ি চেকপোস্টে দুপুরের দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের সিকদারবাড়ী বস্তির মাদক ব্যবসায়ী কামরুলকে পুলিশ চেক করে। তখন চেকে করার সময় তার কাছে গাঁজা পায় পুলিশ। পরে তাকে আটক করার পর পরই তাঁর বাবা লস্করসহ শতাধিক মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ আহত হোন। পরে পুলিশ আত্মরক্ষার্থে হামলাকারীদের উদ্দেশ্যে পাঁচ রাউন্ড গুলি চালায়।’
আফতাব উদ্দিন বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দক্ষিণখান থানার পরিদর্শক জানান, কামরুল ও তাঁর বাবা লস্কর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে উত্তরার বিভিন্ন থানায় একাধিক মাদক রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হবে। একটি মাদক মামলা এবং অপরটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অপরাধে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চেক করার সময় আসামিরা পুলিশের ওপর চড়াও হয়েছিল। এতে এএসআই ওয়াশিম হালকা একটু আহত হয়েছেন। অপরদিকে এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।’

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৮ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২৪ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে