নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করতে সাংবাদিকদের আবারও সতর্ক করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন।
এর আগে ‘সালাম মোর্শেদী জালিয়াতি করে বাড়ি দখল করেছেন’–এমন প্রতিবেদন প্রকাশ হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গত ১ ডিসেম্বর বিষয়টি আদালতদের নজরে আনেন। তিনি বলেন, গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রচার হলে এখানে শুনানির কি প্রয়োজন আছে। তারাই তো রায় দিয়ে ফেলেছেন যে, জালিয়াতি হয়েছে। ওই সময় আদালত বলেন, আমরা নথি দেখে আদেশ দেব, প্রতিবেদন দেখে নয়। পরে মামলা প্রভাবিত হয় এমন বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করতে সতর্ক করেন হাইকোর্ট।
এদিকে ‘ইসলামী ব্যাংকের ঋণে অনিয়ম, রিট করার পরামর্শ হাইকোর্টের’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হয় সম্প্রতি। এতে আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন হাইকোর্ট। রোববার আদালত বলেন, গণমাধ্যমে এসেছে আমরা নাকি রিট করতে পরামর্শ দিয়েছি। আমরা কোনো কনসালটেন্সি ফার্ম (পরামর্শক সংস্থা) নই, যে কাউকে পরামর্শ দিব।
সাংবাদিকদের উদ্দেশ্য করে আদালত বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। প্রয়োজনে আদালত সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য নেবেন। আমরা কোনো পক্ষে না। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আদালত রিপোর্টের ক্ষেত্রে আইনগত জ্ঞান থাকা দরকার। আদালতের ভাষা বুঝতে হবে। এ ছাড়া ভবিষ্যতে রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়।
‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার আদালতে উপস্থিত হয়ে বিষয়টির জন্য সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব।

সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করতে সাংবাদিকদের আবারও সতর্ক করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন।
এর আগে ‘সালাম মোর্শেদী জালিয়াতি করে বাড়ি দখল করেছেন’–এমন প্রতিবেদন প্রকাশ হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গত ১ ডিসেম্বর বিষয়টি আদালতদের নজরে আনেন। তিনি বলেন, গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রচার হলে এখানে শুনানির কি প্রয়োজন আছে। তারাই তো রায় দিয়ে ফেলেছেন যে, জালিয়াতি হয়েছে। ওই সময় আদালত বলেন, আমরা নথি দেখে আদেশ দেব, প্রতিবেদন দেখে নয়। পরে মামলা প্রভাবিত হয় এমন বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করতে সতর্ক করেন হাইকোর্ট।
এদিকে ‘ইসলামী ব্যাংকের ঋণে অনিয়ম, রিট করার পরামর্শ হাইকোর্টের’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হয় সম্প্রতি। এতে আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন হাইকোর্ট। রোববার আদালত বলেন, গণমাধ্যমে এসেছে আমরা নাকি রিট করতে পরামর্শ দিয়েছি। আমরা কোনো কনসালটেন্সি ফার্ম (পরামর্শক সংস্থা) নই, যে কাউকে পরামর্শ দিব।
সাংবাদিকদের উদ্দেশ্য করে আদালত বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। প্রয়োজনে আদালত সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য নেবেন। আমরা কোনো পক্ষে না। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আদালত রিপোর্টের ক্ষেত্রে আইনগত জ্ঞান থাকা দরকার। আদালতের ভাষা বুঝতে হবে। এ ছাড়া ভবিষ্যতে রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়।
‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার আদালতে উপস্থিত হয়ে বিষয়টির জন্য সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৪ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৫ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩১ মিনিট আগে