নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৫৪টি নদী দূষণমুক্ত করতে এবং একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে সোমবার-অর্থ, পরিকল্পনা, জনপ্রশাসন, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, নৌ পরিবহন, শিল্প, পরিবেশ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।
নদীসমূহের দূষণের উৎস চিহ্নিতকরণ, দূষণকারীদের তালিকা তৈরি, দূষণ প্রতিরোধ এবং দূষণকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে নোটিশে। এ ছাড়া দূষণকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, অতি দূষিত ও প্রাণহীন নদীগুলোকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা এবং সেই অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দাবিও জানানো হয়েছে।
নদীগুলোর মধ্যে ঢাকা বিভাগের-বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী, মেঘনা, বালু, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিলপদ্ম, কীর্তিনাশা, সুতি, পারুলি, চিলাই, কালিগঙ্গা, পদ্মা, বানার, লৌহজং ও বংশী। রাজশাহী বিভাগের-যমুনা, করতোয়া, গঙ্গা, আত্রাই, নারোদ ও ইছামতী। রংপুর বিভাগের-তিস্তা ও খড়খড়িয়া। চট্টগ্রাম বিভাগের-কর্ণফুলী, হালদা, বিল ডাকাতিয়া ও তিতাস। খুলনা বিভাগের ময়ূর, ভৈরব, রূপসা, মাথাভাঙ্গা, পশুর, কাকশিয়ালী, গড়াই, মধুমতি ও কুমার। বরিশাল বিভাগের-কীর্তনখোলা, সুগন্ধা, লোহালিয়া, তেঁতুলিয়া, খাকদোনা ও শিববাড়ীয়া। সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, সুতাং, সোনাই, কোরাঙ্গী, বরাক ও ধোলাই। এছাড়া ময়মনসিংহ বিভাগের-ক্ষীরু নদী।

দেশের ৫৪টি নদী দূষণমুক্ত করতে এবং একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে সোমবার-অর্থ, পরিকল্পনা, জনপ্রশাসন, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, নৌ পরিবহন, শিল্প, পরিবেশ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।
নদীসমূহের দূষণের উৎস চিহ্নিতকরণ, দূষণকারীদের তালিকা তৈরি, দূষণ প্রতিরোধ এবং দূষণকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে নোটিশে। এ ছাড়া দূষণকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, অতি দূষিত ও প্রাণহীন নদীগুলোকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা এবং সেই অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দাবিও জানানো হয়েছে।
নদীগুলোর মধ্যে ঢাকা বিভাগের-বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী, মেঘনা, বালু, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিলপদ্ম, কীর্তিনাশা, সুতি, পারুলি, চিলাই, কালিগঙ্গা, পদ্মা, বানার, লৌহজং ও বংশী। রাজশাহী বিভাগের-যমুনা, করতোয়া, গঙ্গা, আত্রাই, নারোদ ও ইছামতী। রংপুর বিভাগের-তিস্তা ও খড়খড়িয়া। চট্টগ্রাম বিভাগের-কর্ণফুলী, হালদা, বিল ডাকাতিয়া ও তিতাস। খুলনা বিভাগের ময়ূর, ভৈরব, রূপসা, মাথাভাঙ্গা, পশুর, কাকশিয়ালী, গড়াই, মধুমতি ও কুমার। বরিশাল বিভাগের-কীর্তনখোলা, সুগন্ধা, লোহালিয়া, তেঁতুলিয়া, খাকদোনা ও শিববাড়ীয়া। সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, সুতাং, সোনাই, কোরাঙ্গী, বরাক ও ধোলাই। এছাড়া ময়মনসিংহ বিভাগের-ক্ষীরু নদী।

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১৮ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে