Ajker Patrika

অসুস্থ ভাইকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রলীগ নেতা

ঢাবি প্রতিনিধি
অসুস্থ ভাইকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রলীগ নেতা

১৫ মাস যাবৎ কানাডায় টরোন্টোতে অবস্থিত সেন্ট মাইকেল হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় আছেন বাংলাদেশ ছাত্র লীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেইন শাহাদাতের ভাই। তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে চিঠি লিখেছেন এই নেতা। 

চিঠিটি প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আকারে তুলে ধরেন তিনি। এ ছাড়া কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা–কর্মীরা নিজেদের ফেসবুক ওয়ালেও শেয়ার করেন। 

চিঠির বিষয়ে জানতে চাইলে ফুয়াদ হোসেইন শাহাদাত বলেন, এয়ার অ্যাম্বুলেন্স ব্যয়বহুল হওয়ায় আমার পরিবারের পক্ষ খরচ বহন করা সম্ভব নয়। ট্রানজিট-বিহীন বিমানের মাধ্যমে প্রথম ফ্লাইটে আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি ৷ পরবর্তী ফ্লাইট আরও তিন মাস পরে হবে। কিন্তু এর মাঝে সময়টা অনেক বেশি গড়াবে ৷ এদিকে আমার পরিবার তাঁর জন্য অধীর আগ্রহে বসে আছে। এই সমস্যার যেন সুষ্ঠু সমাধান হয় তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। 

তার লেখা চিঠিটি হুবহু তুলে ধরা হলো :
  
বরাবর, 

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এম. পি। 

বিষয়-কানাডায় অবস্থানরত অসুস্থ ভাইকে নিজ মাতৃভূমি বাংলাদেশে নিয়ে আসার জন্য আবেদন। 

প্রিয় মাতৃতুল্য অভিভাবক, 

সবিনয় নিবেদন এই যে, আমার ভাই প্রায় ১৫ মাস যাবৎ কানাডায় টরোন্টোতে অবস্থিত সেন্ট মাইকেল হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রথমে গুরুতর অবস্থা ও কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হলেও গত ১১ মাস যাবৎ সাধারণ ভাবেই শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে। দীর্ঘদিন কানাডায় হাসপাতালে পড়ে থেকে চিকিৎসা নিচ্ছে আমার ভাই, যাকে দেখতে ও স্পর্শ করতে পারছে না তার গর্ভধারিণী বৃদ্ধ মা ও তিন বোন। কানাডার হাসপাতাল কর্তৃক নির্ধারিত ভিডিও কলে আমার মা যখন কথা বলার সময় বলে ‘বাবা তুই কেন, আমার ছাইড়া গেলি, তুই পইড়া আসোস, আমি তোরে ধরতে পারি না, তোরে ছুইতে পারি না, তখন আমর ভাইয়ের চোখ দিয়ে পড়তে থাকে অজস্র অশ্রু, আর তাই ভাই হয়ে ভাই কে কান্না থামাতে দিতে থাকি মিথ্যা প্রতিশ্রুতি যে আমরা তোমাকে খুব শিগগিরই দেশে নিয়ে আসব’। সেই প্রতিশ্রুতি শেষ হয় না, কারণ আমার পরিবারের পক্ষে তাকে ১ কোটি ৭২ লাখ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে আনা সম্ভব না। এবং বাংলাদেশে থেকে কানাডায় ট্রানজিট-বিহিন সরাসরি এয়ার লাইনস নেই। এই প্রথম বাংলাদেশ বিমান আপনার দেওয়া প্রতিশ্রুতি তে কানাডায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে সরাসরি,  ট্রানজিট-বিহীন। এই ফ্লাইট এর ৬টি সিট আমার ভাই ও দুটি সিট আমার বাবা ও চিকিৎসক এর জন্য বুকিং করতে অনেক চেষ্টা করেছি কিন্তু শত রিকোয়েস্ট করেও বিমানের কর্তা ব্যক্তিদের মন গলাতে ব্যর্থ কার বিমান মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের প্রমোদ ভ্রমণে তারা অসুস্থ রোগী আনতে ইচ্ছুক নই। তাদের প্রমোদ ভ্রমণে সমস্যা হতে পারে। 

প্রিয় আপা আপনিই আমার ভাইয়ের চিকিৎসার জন্য জন্য ৫ লাখ টাকা দিয়েছেন আমার পরিবারকে। আমাদের শেষ আশ্রয়স্থল, সব আশা ভরসার জায়গা আপনি, প্রতিনিয়ত আমার ভাইকে দেখতে ও স্পর্শ করার জন্য আমার অসুস্থ মা অধীর আগ্রহে চেয়ে রয়েছে। একজন গর্ভধারিণী মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছি আপনার কাছে। 

ইতি
অসুস্থ সাখওয়াত এর
আপন ছোট ভাই। 
ফুয়াদ হোসেন শাহাদাত, 
আইন বিষয়ক সম্পাদক, 
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত