নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চিঠিকে অপ্রত্যাশিত বলে মত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভুল বোঝাবুঝির মাধ্যমে এই চিঠিটা পাঠানো হয়েছে বলে মনে করছেন তিনি।
আওয়ামী লীগের অনুসারী সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মুনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভুইয়া, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান তাপু সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য তুলে ধরেন।
সাংবাদিক নেতাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে, আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধ হয় জানতেন না কিছু।
‘এই ঘটনা কীভাবে ঘটলো আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি আপনাদের মত একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে দেওয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা একটু দেখে নেই। কোথা থেকে কি হয়েছে আমরা ব্যবস্থা নেব।’
ছয়টি সংগঠনের ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে তাঁদের চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে সাংবাদিক নেতাদের কে কোনো রাজনৈতিক দলের অনুসারী তা তুলে ধরা হয়। এভাবে চিঠি দেওয়ার সাংবাদিক নেতাদের সম্মানহানি হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।
সাংবাদিক নেতাদের এভাবে দিঠি দেওয়ার তাঁদের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আমরা সেই জায়গায়টায় কিছু না করতে পারলেও ভবিষ্যতে যাতে এ রকম না সেটা আমি লক্ষ্য রাখব। আমি সবার সঙ্গে আলাপ করছি, এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংকসহ অন্যদের সঙ্গে আলাপ করছি। তাদের নিয়ে বসব যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেগুলো আমরা দেখব। এ মুহূর্তে আপনাদের সঙ্গে সম্পূর্ণ আমি একমত চিঠিটা অপ্রত্যাশিত।
স্বরাষ্ট্রমন্ত্রীকে মনজুরুল আহসান বুলবুল বলেন, বিএফআইইউ এর চিঠিতে সাংবাদিক নেতাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়েছে। সংগঠনের নামের বানান ভুল লেখা হয়েছে। একটা প্রফেশনকে টার্গেট করা হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, এই প্ল্যাটফর্ম ব্যবহার করলেন, রাজনীতি করছেন। আমাদের প্ল্যাটফর্ম তাদের হতে দেব না। সামনে নির্বাচন, তার আগে আরও ষড়যন্ত্র হবে। যারা আমাদের সম্পর্কে ফাঁক ধরাতে চায় তারা কারা?
ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এটা হচ্ছে আর আপনারা জানবেন না এটা বিব্রতকর। সেনসিটিভ জায়গায় কিছু করতে হলে আপনারা জানবেন না এটা কেন? রাজনৈতিক নীতিনির্ধারকদের পাশ কাটিয়ে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
সাজ্জাদ আলম খান তাপু বলেন, চিঠিটি গণমাধ্যমকর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তৎপরতা চালাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব সৃষ্টি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন আব্দুল জলিল ভুইয়া।

১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চিঠিকে অপ্রত্যাশিত বলে মত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভুল বোঝাবুঝির মাধ্যমে এই চিঠিটা পাঠানো হয়েছে বলে মনে করছেন তিনি।
আওয়ামী লীগের অনুসারী সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মুনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভুইয়া, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান তাপু সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য তুলে ধরেন।
সাংবাদিক নেতাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে, আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধ হয় জানতেন না কিছু।
‘এই ঘটনা কীভাবে ঘটলো আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি আপনাদের মত একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে দেওয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা একটু দেখে নেই। কোথা থেকে কি হয়েছে আমরা ব্যবস্থা নেব।’
ছয়টি সংগঠনের ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে তাঁদের চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে সাংবাদিক নেতাদের কে কোনো রাজনৈতিক দলের অনুসারী তা তুলে ধরা হয়। এভাবে চিঠি দেওয়ার সাংবাদিক নেতাদের সম্মানহানি হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।
সাংবাদিক নেতাদের এভাবে দিঠি দেওয়ার তাঁদের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আমরা সেই জায়গায়টায় কিছু না করতে পারলেও ভবিষ্যতে যাতে এ রকম না সেটা আমি লক্ষ্য রাখব। আমি সবার সঙ্গে আলাপ করছি, এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংকসহ অন্যদের সঙ্গে আলাপ করছি। তাদের নিয়ে বসব যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেগুলো আমরা দেখব। এ মুহূর্তে আপনাদের সঙ্গে সম্পূর্ণ আমি একমত চিঠিটা অপ্রত্যাশিত।
স্বরাষ্ট্রমন্ত্রীকে মনজুরুল আহসান বুলবুল বলেন, বিএফআইইউ এর চিঠিতে সাংবাদিক নেতাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়েছে। সংগঠনের নামের বানান ভুল লেখা হয়েছে। একটা প্রফেশনকে টার্গেট করা হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, এই প্ল্যাটফর্ম ব্যবহার করলেন, রাজনীতি করছেন। আমাদের প্ল্যাটফর্ম তাদের হতে দেব না। সামনে নির্বাচন, তার আগে আরও ষড়যন্ত্র হবে। যারা আমাদের সম্পর্কে ফাঁক ধরাতে চায় তারা কারা?
ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এটা হচ্ছে আর আপনারা জানবেন না এটা বিব্রতকর। সেনসিটিভ জায়গায় কিছু করতে হলে আপনারা জানবেন না এটা কেন? রাজনৈতিক নীতিনির্ধারকদের পাশ কাটিয়ে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
সাজ্জাদ আলম খান তাপু বলেন, চিঠিটি গণমাধ্যমকর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তৎপরতা চালাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব সৃষ্টি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন আব্দুল জলিল ভুইয়া।

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১০ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
৪০ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১ ঘণ্টা আগে