নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানির দিন আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় নানা ঘটনা ঘটে। আদালতে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী মমতাজের জনপ্রিয় গানের লাইন ‘ফাইট্টা যায়’ স্লোগান দেন। এদিকে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় তাঁকে লিফটে উঠতেও বাধা দেন কিছু আইনজীবী। পরে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে হাজতখানায় নেয়।
আজ দুপুরের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় মমতাজকে। হাজতখানা থেকে তাঁকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে মাথা নিচু করে মুখ লুকাতে দেখা যায় মমতাজকে। এ সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিতে থাকেন এবং তাঁর দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে এজলাসে নেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মমতাজের পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এজলাসের ভেতরে ছবি তোলা নিষেধ থাকলেও মমতাজকে কাঠগড়ায় দাঁড় করানোর সময় অনেক আইনজীবী ভিডিও ও ছবি তোলেন। সেই সব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের পর মমতাজকে লিফটে তোলার সময় আবারও আইনজীবীদের বাধার মুখে পড়তে হয়। মিরপুর থানার একটি হত্যা মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১৮ নম্বর এজলাসে শুনানি হয় মমতাজের। এটি ছিল সাত তলায়। শুনানি শেষ হওয়ার পর কিছু সংখ্যক আইনজীবী হট্টগোল শুরু করেন। এ সময় নিরাপত্তার কারণে প্রায় ৩০ মিনিট মমতাজকে কাঠগড়ায় রাখা হয়। পরে এজলাস থেকে বের হলে পুলিশ তাঁকে নিয়ে লিফটে উঠতে যায়। এ সময় আইনজীবীরা বাধা দেন। আইনজীবীদের বাধার মুখে সিঁড়ি দিয়ে নামানো হয় তাঁকে।
এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করা হয়। পরে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানির দিন আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় নানা ঘটনা ঘটে। আদালতে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী মমতাজের জনপ্রিয় গানের লাইন ‘ফাইট্টা যায়’ স্লোগান দেন। এদিকে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় তাঁকে লিফটে উঠতেও বাধা দেন কিছু আইনজীবী। পরে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে হাজতখানায় নেয়।
আজ দুপুরের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় মমতাজকে। হাজতখানা থেকে তাঁকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে মাথা নিচু করে মুখ লুকাতে দেখা যায় মমতাজকে। এ সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিতে থাকেন এবং তাঁর দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে এজলাসে নেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মমতাজের পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এজলাসের ভেতরে ছবি তোলা নিষেধ থাকলেও মমতাজকে কাঠগড়ায় দাঁড় করানোর সময় অনেক আইনজীবী ভিডিও ও ছবি তোলেন। সেই সব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের পর মমতাজকে লিফটে তোলার সময় আবারও আইনজীবীদের বাধার মুখে পড়তে হয়। মিরপুর থানার একটি হত্যা মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১৮ নম্বর এজলাসে শুনানি হয় মমতাজের। এটি ছিল সাত তলায়। শুনানি শেষ হওয়ার পর কিছু সংখ্যক আইনজীবী হট্টগোল শুরু করেন। এ সময় নিরাপত্তার কারণে প্রায় ৩০ মিনিট মমতাজকে কাঠগড়ায় রাখা হয়। পরে এজলাস থেকে বের হলে পুলিশ তাঁকে নিয়ে লিফটে উঠতে যায়। এ সময় আইনজীবীরা বাধা দেন। আইনজীবীদের বাধার মুখে সিঁড়ি দিয়ে নামানো হয় তাঁকে।
এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করা হয়। পরে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১০ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৭ মিনিট আগে