ঢাবি সংবাদদাতা

দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর, যৌন নিপীড়ন বন্ধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, অপরাজেয় বাংলা হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ মিছিলে এই অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই ধর্ষণ-নিপীড়নের মতো নানা ঘটনা দেখতে পাই। দীর্ঘসময় ধরে অনলাইন-অফলাইনে এসবের প্রতিবাদ করে আসছি। কিন্তু এত দিনে আমাদের রক্তের বিনিময়ে গঠন করা সরকারের টনক নড়েনি। তারা এসব বন্ধের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।’
সামির উদ্দিন চৌধুরী বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে পুরো দেশ সোচ্চার হয়েছে। সবার মধ্যে নিরাপত্তাহীনতা, শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু সরকার এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।
এ সময় তিন দফা দাবি উত্থাপন করে সামির উদ্দিন বলেন, ‘অতি দ্রুত বিচারের মাধ্যমে সব ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে; বিচারে গড়িমসি কিংবা ধর্ষকদের দয়া দেখানো যাবে না। নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ করতে আইন প্রণয়ন, প্রয়োগসহ কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া দেশব্যাপী নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অতি দ্রুত দৃশ্যমান সাফল্য দেখাতে হবে।’
রাজু ভাস্কর্যের আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বহ্নিশিখা ঠাকুর এবং মো. ইকরামুল ইসলাম।

দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর, যৌন নিপীড়ন বন্ধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, অপরাজেয় বাংলা হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ মিছিলে এই অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই ধর্ষণ-নিপীড়নের মতো নানা ঘটনা দেখতে পাই। দীর্ঘসময় ধরে অনলাইন-অফলাইনে এসবের প্রতিবাদ করে আসছি। কিন্তু এত দিনে আমাদের রক্তের বিনিময়ে গঠন করা সরকারের টনক নড়েনি। তারা এসব বন্ধের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।’
সামির উদ্দিন চৌধুরী বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে পুরো দেশ সোচ্চার হয়েছে। সবার মধ্যে নিরাপত্তাহীনতা, শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু সরকার এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।
এ সময় তিন দফা দাবি উত্থাপন করে সামির উদ্দিন বলেন, ‘অতি দ্রুত বিচারের মাধ্যমে সব ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে; বিচারে গড়িমসি কিংবা ধর্ষকদের দয়া দেখানো যাবে না। নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ করতে আইন প্রণয়ন, প্রয়োগসহ কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া দেশব্যাপী নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অতি দ্রুত দৃশ্যমান সাফল্য দেখাতে হবে।’
রাজু ভাস্কর্যের আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বহ্নিশিখা ঠাকুর এবং মো. ইকরামুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে